Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সবচেয়ে হট ওয়েব সিরিজ রিলিজ, কারও সামনে না দেখার সতর্কতা (Updated Web Series)

Updated :  Thursday, June 27, 2024 10:32 AM

করোনা ভাইরাস পরিস্থিতি কেটে যাওয়ার পর থেকেই সাধারণ দর্শকরা সাধারণত প্রেক্ষাগৃহর দিকে বেশি ঝুঁকছেন না। বরং তারা মোবাইলে বিনোদন দেখে বেশি খুশি। এখন সবাই বর্তমানে ওটিটি প্লাটফর্মে বেশি সময় কাটাতে চাইছেন। সাধারণ দর্শক থেকে শুরু করে সবাই অবসরের সময়ের মধ্যে এই ধরনের কনটেন্ট দেখতে বেশি পছন্দ করছেন। নিজের ব্যস্ত সময়ের মাঝে খানিক অবসর পেতে নিজের চাহিদা মতন একটা ওয়েব সিরিজ বেছে নিয়ে তারা দেখা শুরু করছেন। আর এই কারণে দিন দিন বেড়ে চলেছে এই ধরনের ওয়েব সিরিজ এবং প্লাটফর্মের জনপ্রিয়তা। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে আরো একটি নতুন প্লাটফর্ম গজিয়ে উঠেছে যার নাম ডিজি মুভিপ্লেক্স। সম্প্রতি তারা একটা নতুন এডাল্ট ওয়েব সিরিজ লঞ্চ করেছে যার নাম দেওয়া হয়েছে লায়লা ও লায়লা।

জনপ্রিয়তা শিখরে লায়লা ও লায়লা

সম্প্রতি এই নতুন ওয়েব সিরিজটি গত ১৭ই জুন এই অ্যাপ্লিকেশনে লঞ্চ হয়েছে। এই ওয়েব সিরিজে আপনারা পেয়ে যাবেন বেশ কিছু বোল্ড এবং রোমান্টিক দৃশ্য। তার সাথে এই ভরপুর কৌতূহল রহস্য রয়েছে এই ওয়েব সিরিজে। সব মিলিয়ে এটা হতে চলেছে একটা ব্যাপক ঘাম ঝরানো ওয়েব সিরিজ। এই ওয়েব সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করছেন মুসকান আগারওয়াল যিনি এডাল্ট সিরিজের একজন অত্যন্ত জনপ্রিয় মুখ। তার সাথে এই অভিনয় করছেন অভিনেত্রী রুকস খানদাগালে।

গল্পের পরতে পরতে রয়েছে নিষিদ্ধতার ছোঁয়া

সোশ্যাল মিডিয়াতে বর্তমানে এই ওয়েব সিরিজের গল্পটি বেশ জনপ্রিয়। এই গল্প আবর্তিত হয়েছে শহরে সব থেকে বড় মহিলা গ‍্যাংস্টার লায়লাকে নিয়ে। পুলিশ এসিপি, কাজল নামের এক মহিলা পুলিশ অফিসারকে লায়লাকে গ্রেফতার করার গুরুদ্বায়িত্ব দিয়েছেন। সেই সূত্রে কাজল বন্ধুত্ব পাতায় লায়লার সঙ্গে। একদিন লায়লা কাজলের কোল্ড্রিংসের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে অজ্ঞানত অবস্থায় তার সঙ্গে সম্পর্ক স্থাপন করে‌। এরপরে কাজল বুঝতে পারে লেডি ডন লায়লা একজন লেসবিয়ান। এরপরে কি হবে, গল্প কোন দিকে মোড় নেবে? সেটা জানতে হলে আপনাকে দেখতে হবে এই নতুন ওয়েব সিরিজ। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এই ওয়েব সিরিজের ট্রেলার। আপনি যদি এখনো এই ট্রেলার দেখে না থাকেন তাহলে দেখে নিন এক্ষুনি।