রাজ্যের লক্ষ লক্ষ মহিলা লক্ষীর ভান্ডার প্রকল্পে প্রতি মাসে ৫০০ টাকা করে পেয়ে থাকেন। এবারের বিধানসভা নির্বাচনে এটা ছিল সবথেকে বড় ইস্যু। ঠিক এই প্রকল্প এবার পঞ্চায়েত ভোটের বড় ইস্যু হতে চলেছে। তবে এই প্রকল্প নিয়ে নতুন করে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং বলা হয়েছে দু হাজার টাকা করে দেওয়া হবে লক্ষীর ভান্ডার প্রকল্পের পরিবর্তন প্রকল্প হিসেবে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই প্রতিশ্রুতি দেয়নি বরং প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। আর সবথেকে বড় কথা এই প্রতিশ্রুতি দিয়েছেন খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার রাজ্যের ধুপগুড়ি এলাকায় প্রচার সভায় গিয়ে শুভেন্দু জানিয়েছেন, ‘মোদিজীর সরকার তৈরি হলে ৫০০ টাকা নয় একেবারে ২০০০ টাকা দেওয়া হবে মা বোনেদের।’ তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, এরকম একটি প্রতিশ্রুতি দিয়ে পঞ্চায়েত ভোটে বাজিমাত করতে চাইছে গেরুয়া শিবির।
তবে শুধু বিরোধী দলনেতাই নয় রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীর সুরেই সুর মিলিয়েছেন। শুভেন্দু অধিকারীর মতোই তিনিও জানিয়েছেন এই প্রকল্পের নাম হবে অন্নপূর্ণা যোজনা এবং এই প্রকল্পের ৫০০ টাকা নয় বরং ২ হাজার টাকা করে দেওয়া হবে। আরো একধাপ এগিয়ে শুভেন্দু অধিকারী মঙ্গলবার ফুলিয়ায় পঞ্চায়েত নির্বাচনের প্রচারে গিয়ে বলেছেন বিজেপি ক্ষমতায় এলে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মাসে ২০০০ টাকা করে দেওয়া হবে। মন্ত্রিসভার প্রথম বৈঠকেই এই সিদ্ধান্ত গৃহীত হবে বলে জানানো হয়েছে।
তবে পঞ্চায়েত ভোটের আগে বিজেপি সেই একই প্রকল্পকে হাতিয়ার করতে চাইছে। আসলে পঞ্চায়েত ভোটে বিজেপি তরফে কোথাও কোথাও প্রচার করা হচ্ছে যে এবার তৃণমূল কংগ্রেস ভালো ফল করতে পারবে না। বিজেপি বিধায়ক দীপক বর্মন সাফ জানিয়েছেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে লক্ষীর ভান্ডারের টাকার অংক দ্বিগুণ করা হবে অথবা তিন গুন করা হবে।