বিকেল ৪ টে নাগাদ স্থলভাগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় আমফান, কত থাকবে ঝড়ের গতিবেগ?
ভয়ানক গতিবেগে স্থলভাগের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আমফান।’ আবহাওয়া দফতর সূত্রে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, এদিন বিকেল ৪ টে নাগাদ স্থলভাগে আছড়ে পড়বে সুপার সাইক্লোনটি। এখনও পর্যন্ত আমফানের গতিবেগ রয়েছে প্রতি ঘন্টায় ১৯৫ কিলোমিটার। এই গতিতে স্থলভাগে প্রবেশ করলে নিমেষেই সবকিছু তছনছ হয়ে যাবে। তবে আবহাওয়াবিদেরা জানাচ্ছেন, স্থলভাগে প্রবেশ করলে ঘূর্ণিঝড় ‘আমফান’-এর গতিবেগ কিছুটা কমবে। গতি কমে হবে ১৬৫ থেকে ১৭০ কিলোমিটার।
বর্তমানে আমফান দিঘা থেকে মাত্র ৯৫ কিলোমিটার দূরে রয়েছে। গঙ্গাসাগর থেকে ৯০ কিলোমিটার দূরে, পারাদ্বীপ থেকে ১২০ কিলোমিটার ও কলকাতা থেকে ১৯৫ কিলোমিটার দূরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়। হাওয়া অফিস পরিস্কার জানিয়েছে, বিকেল ৪ টের মধ্যে স্থলভাগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। বিকেল ৫টা নাগাদ দক্ষিণ ২৪ পরগণার ক্যাওড়াখালিতে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে ১৭ থেকে ২০ কিমি বেগে ঝড়ের মূল কেন্দ্রটি সরছে। বিকেল ৪টে নাগাদ জোয়ার শুরু হবে সমুদ্রে। আর এই জোয়ারের সঙ্গে ঘূর্ণিঝড়ের সমন্বয় ঘটে তবে পরিস্থিতি আরও ভয়ানক হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদের। রাত ৮টা ৪৫ নাগাদ জোয়ারের জল সবচেয়ে বেশি উঠবে। আর এটিই কপালে ভাজ ফেলেছে আবহাওয়াবিদদের।