গত একদিনে তিনবার ভূমিকম্প গুজরাটে, আতঙ্কে কাঁপছে গুজরাটবাসী, বড়সড় দুর্যোগের আশঙ্কা বিশেষজ্ঞদের
গত ২৪ ঘন্টায় তিনবার ভূমিকম্পে কেঁপে উঠল গুজরাট। রবিবার রাতে প্রথম ভূমিকম্প অনুভূত হয়। তারপর সোমবার দুপরবেলা এবং বিকেল ৪ টা নাগাদ ফের ভূমিকম্প হয়েছে। সোমবার বিকেলে গুজরাটের কচ্ছ অঞ্চলে ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.১। সিসমোলোজি ডিপার্টমেন্ট সূত্রে জানা গেছে, গুজরাটে তিনবার কম্পনের পাশাপাশি ১৫ বার আফটার সক ও অনুভূত হয়েছে।
ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজির খবর অনুযায়ী, সোমবার দুপুর ১২ টা ৫৭ মিনিট নাগাদ গুজরাটের কচ্ছতেই কম্পন হয়েছিল। ফের বিকালে কম্পন অনুভূত হয়েছে। সোমবারের ভূমিকম্পের উৎসস্থল রাজকোটের উত্তর-পশ্চিমে ৮৩ কিলোমিটার দূরে। আর রবিবার সন্ধে ঠিক ৮ টা ১৩ মিনিটে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৫.৮। উৎসস্থল ছিল রাজকোট থেকে ১২২ কিলোমিটার দূরে।
তবে তিনবার ভূমিকম্পের ফলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু সাধারণ মানুষ আতঙ্কের জেরে বাইরে বেরিয়ে এসেছিল। প্রসঙ্গত, দিল্লিতে গত দুমাসে প্রায় ১২ বার কম্পন অনুভূত হয়েছিল। এছাড়া গুজরাটে ২০০১ সালে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। সেই কম্পনের মাত্রা ছিল ৬.৯। আর ওই কম্পনে কেঁপেছিল পাকিস্তান, নেপাল ও বাংলাদেশ ও। গত ২৪ ঘন্টার এই কম্পন ফের বড়সড় দুর্যোগের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।