Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

গতকাল রাতে ফের গ্যাস লিক বিশাখাপত্তনমে, খালি করা হল আশেপাশের এলাকা

Updated :  Friday, May 8, 2020 12:08 PM

বিশাখাপত্তনম : গতকাল সকালে গ্যাস লিক হয় বিশাখাপত্তনমের এলজি পলিমার নামের রাসায়নিক কারখানায়। সেই ঘটনায় এখনো পর্যন্ত ১১ জন মারা গিয়েছেন। এর মধ্যেই বৃহস্পতিবার রাতে আবার ওই একই কারখানা থেকে গ্যাস লিক করতে শুরু করে। আতঙ্কে ওই কারখানার সংলগ্ন এলাকা খালি করে দেওয়া হয়। গতকাল সকালের ঘটনার পর রাতে ওই রাসায়নিক কারখানা থেকে আবার ধোঁয়া উঠতে দেখা যায়। কারখানার আশেপাশে বেড়ে যায় তাপমাত্রা। আতঙ্কিত হয়ে পড়েন আশেপাশের এলাকার বাসিন্দারা।

ওই সময় ঘটনাস্থলে ছিলেন ৫০ জন দমকলকর্মী এবং এনডিআরএফ টিম। যুদ্ধকালীন তৎপরতায় তারা ঘটনা সামাল দেন। খালি করে দেওয়া হয় কারখানা সংলগ্ন এলাকা। কারখানার তিন কিলোমিটার এলাকার মধ্যে থাকা গ্রাম গুলি খালি করে দেওয়া হয়েছে। জেলা দমকল আধিকারিক জানিয়েছেন, “কোনো ধরণের দুর্ঘটনা সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ টি ইঞ্জিন আছে। অ্যাম্বুল্যান্সও রাখা হয়েছে। কোনোরকম ঝুঁকি না নিয়ে আশেপাশের২-৩ কিলোমিটার এলাকা ফাঁকা করে দেওয়া হচ্ছে।”

গতকাল সকালে বিশাখাপত্তনমের এই রাসায়নিক কারখানায় বিষাক্ত স্টায়রিন গ্যাস লিক করে। ঘটনায় মারা যায় ১১ জন, অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ১০০০ এর উপর মানুষ। সকালের এই ঘটনার পর রাতে আবার ধোঁয়া বেরোতে দেখা যায় ওই কারখানা থেকে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক আছে বলেই জানা যাচ্ছে।