আবারো বাংলা বিনোদন জগতে শোকের ছায়া। গতকাল সকলকে ছেড়ে চলে গেলেন পিলু ভট্টাচার্য। ২৪ ঘন্টা যেতে না যেতে ফের সঙ্গীত জগতে আরো এক মৃত্যু। হৃদরোগে আক্রান্ত হয়ে অকালে চলে গেলেন গোল্ডেন ভয়েস খ্যাত শিল্পী শৈবাল রায়।
আচমকাই শুক্রবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়। এরপর চিকিৎসা শুরু করার আগেই প্রয়াত হন গায়ক। মৃত্যুর সময়ে এই গায়কের বয়স হয়েছিল মাত্র ৪৮ বছর। পরিবারে বাবা, মা, স্ত্রী কন্য়া সকলেই রয়েছে তাঁর। নিজের কণ্ঠ এবং গানের মাধ্যমে তিনি মুগ্ধ করেছিলেন গোটা বাংলা সহ উত্তরবঙ্গ। ছোটবেলা থেকেই গানের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
শৈবাল রায়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিভিন্ন শিল্পী মহলে। এই সংগীত শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে গোটা উত্তরবঙ্গের শিল্পী মহল। ২০০৬ সালে জি বাংলার গোল্ডেন ভয়েসে যোগদান করেছিলেন তিনি। শিল্পী শৈবাল রায় তথা বুম্বার গানে মুগ্ধ হয়েছিল এই মঞ্চের বিচারক সহ দর্শক। শৈবালে সুরেলা গান শুনে প্রশংসা করেছিলেন খোদ মিঠুন চক্রবর্তী।
শুক্রবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে আচমকা মৃত্যু হয় তাঁর। সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন অনেকেই। এই শিল্পীর ঘনিষ্ঠ বন্ধু সোম শংকর দত্ত বলেন, “এই শিল্পীর গান মুগ্ধ করেছিল গোটা উত্তরবঙ্গ এবং রাজ্যকে। ছোটো বেলা থেকে প্রচুর গান শুনিয়েছে সকলকে। এই শিল্পী এবং বাল্যকালের বন্ধুর অকাল মৃত্যুতে আমার বলার ভাষা হারিয়ে ফেলেছি।”