7th Pay Commission: কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি সহ 3 মাসের বকেয়া ঘোষণা

চলতি মাসেই বড় খবর পেতে পারেন কেন্দ্রীয় কর্মীরা। এই মাসে সরকার মহার্ঘ ভাতা (DA HIke) বৃদ্ধির ঘোষণা করতে চলেছে। এই খবর নিশ্চিতভাবে কর্মীদের খুশি করবে। মহার্ঘ ভাতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে…

Avatar

চলতি মাসেই বড় খবর পেতে পারেন কেন্দ্রীয় কর্মীরা। এই মাসে সরকার মহার্ঘ ভাতা (DA HIke) বৃদ্ধির ঘোষণা করতে চলেছে। এই খবর নিশ্চিতভাবে কর্মীদের খুশি করবে। মহার্ঘ ভাতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কর্মীদের বেতনও বাড়বে।

৩ শতাংশ বৃদ্ধি সহ DA

বস্তুত, প্রতি বছর জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে সরকারের অধীনে কর্মরত কর্মচারীরা ডিএ বৃদ্ধির অপেক্ষায় থাকেন। কারণ এই সুবিধা নিম্ন স্তরে কাজ করা কর্মীদের পাশাপাশি উচ্চতর পদে দায়িত্বে থাকা অফিসারদেরও দেওয়া হয়। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, জানুয়ারী থেকে জুন ২০২৪ পর্যন্ত AICPI IW সূচকের তথ্যের ভিত্তিতে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কর্মীরা ২০২৪ সালের জুলাই থেকে ৩ শতাংশ বৃদ্ধি সহ DA পাবেন। যা জুন AICPI সূচক ১.৫ পয়েন্ট বৃদ্ধির পরে।

সরকার ডিএ ৩% বৃদ্ধি করতে পারে

প্রকাশিত তথ্য অনুযায়ী, সরকার মহার্ঘ ভাতা (ডিএ) ৩% বৃদ্ধি করতে পারে, যার পরে এটি ৫৩ শতাংশ হবে। এটি আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত ছিল। এখন মনে করা হচ্ছে ২৫ সেপ্টেম্বর মন্ত্রিসভার বৈঠকে এ ব্যাপারে কিছু ঘোষণা করা হতে পারে। এমন পরিস্থিতিতে মাসিক ৫০ হাজার টাকা বেতন পাওয়া কর্মীর বেতন বাড়বে ১৫০০ টাকা।

latest update about 7th Pay Commission DA hike

জানুয়ারি মাসে কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকার

এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকার। যার পরে ডিএ ভাতা বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়। এটাও মনে করা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা আগের মাসগুলির বকেয়া প্রাপ্য হবেন। জানা গিয়েছে, ২০২৩ সালে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিল সরকার ১৮ অক্টোবর। সরকারের এই ঘোষণায় উপকৃত হবেন কোটি কোটি কেন্দ্রীয় কর্মী ও পেনশনভোগীরা।