অসম নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার পর থেকেই একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে পূর্বের রাজ্যগুলোতে। এই পরিস্থিতিতে রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা সুরক্ষিত করতে রাজ্যে বসবাসকারী বাংলাদেশীদের চিহ্নিত করে, তাদের রাজ্য থেকে বের করার প্রক্রিয়া শুরু করল উত্তরপ্রদেশের যোগী সরকার। সূত্রের খবর, উত্তর পূর্বের রাজ্যগুলোতে এনআরসি নিয়ে হইচই-এর মধ্যেই নীরবে রাজ্যে বসবাস করা অবৈধ অনুপ্রবেশকারী বিদেশি ও বাংলাদেশী নাগরিকদের চিহ্নিত করার কাজ শুরু করেছে যোগী আদিত্যনাথের প্রশাসন।
গতকাল, মঙ্গলবার থেকেই এই প্রক্রিয়া শুরু হয়েছে রাজ্যে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে, আরএসএসের দাবি মেনে সারা দেশ জুড়ে এনআরসি প্রক্রিয়া শুরু হয়ে গেল কিনা সে বিষয়ে জোরদার জল্পনার সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। যদিও উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে নাগরিকদের আশ্বস্ত করে একটি নোটিশ জারি করে জানানো হয়েছে যে, বর্তমানে রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তাকে জোরদার করতে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী সহ বিদেশি নাগরিকদের চিহ্নিতকরণের কাজ চলছে। এতে নাগরিকদের উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই। প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে এনআরসি করা হবে হুঁশিয়ারি দিয়েছেন সেখানকার রাজ্য বিজেপি সভাপতি।