ভারতের জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা কোম্পানি লাভা তাদের নতুন ৫জি ফোন লাভা অগ্নি ২ ৫জি লঞ্চ করে দিয়েছে। এই ফোনটি ভারতে লাভা অগ্নি ৫জি মডেলের সাকসেসর হিসেবে লঞ্চ করেছে কোম্পানিটি। এই ফোনের ডিমান্ড এখনই অনেক বেশি। লাভা অগ্নি ২ ৫জি ফোনে রয়েছে একটি কার্ভড AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ফোনের ডিসপ্লের সাইজ ৬.৭৮ ইঞ্চি এবং রেজোলিউশন ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪৬০ পিক্সেল)। ফোনের ডিসপ্লেতে রয়েছে একটি হোল-পাঞ্চ কাটআউট যেখানে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
লাভা অগ্নি ২ ৫জি ফোনে রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর। ফোনে রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ। ফোনের স্টোরেজ ভার্চুয়াল ভাবে ১৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। ফোনের পিছনে রয়েছে একটি কোয়াড ক্যামেরা সেটআপ। এই সেটআপে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা।

এই স্মার্ট ফোনে রয়েছে একটি ৪৭০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৬ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এর সাহায্যে ০ থেকে ৫০ শতাংশ চার্জ হতে পারে ১৬ মিনিটেরও কম সময়ে। লাভা অগ্নি ২ ৫জি ফোনের দাম ভারতে ২১,৯৯৯ টাকা। ফোনটি অ্যামাজন ও ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। এই ফোনের দাম এবং ফিচারগুলো বিবেচনা করলে এটি একটি ভালো মানের ৫জি ফোন। এই দামে এই ফোনে যেসব ফিচার রয়েছে তা অন্যান্য ব্র্যান্ডের ফোনেও পাওয়া যায় না।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside