দেশনিউজ

‘নির্ভয়া কান্ডে দোষীদের পক্ষে আইন’, সাংবাদিকদের সামনে বললেন নির্ভয়ার মা

Advertisement

আবারও পিছিয়ে গেল নির্ভয়া কান্ডে দোষীদের ফাঁসির দিন। আগামী কাল সকালে দোষীদের ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু দিল্লির আদালত জানিয়ে দেয় যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফাঁসি কার্যকর করা যাবে না। মৃত্যুদণ্ডের উপর স্থগিতাদেশ জারি করেছে পাতিয়ালা হাউস কোর্ট। বারবার ফাঁসির দিন ঘোষণা হওয়ার পরও ফাঁসি পিছিয়ে যাওয়ায় উঠছে প্রশ্ন। আইন কি তবে দোষীদের পক্ষেই। সজল নেত্রে প্রশ্ন নির্ভয়ার নেই।

আদালতের রায় শুনে সাংবাদিকদের সামনে নির্ভয়ার মা জানান, ‘পুরো দেশ তথা বিশ্ব দেখছে ভারতের বিচার ব্যবস্থা কীভাবে চলছে। এদেশে বিচার পাওয়া যায় না। দেশের বিচার ব্যবস্থা দোষীদের সাহায্য করছে।’ নির্ভয়ার আইনজীবী জানিয়েছেন, ‘এটা নিয়ে তিনবার আটকে গেল ফাঁসির প্রক্রিয়া। কী হচ্ছে সেটা গোটা দেশ দেখছে। তবে কয়েকদিনের মধ্যেই দোষীদের ফাঁসির ব্যবস্থা করবো আমরা।’

আরও পড়ুন : রবিবার থেকে ফেসবুক, টুইটার ব্যবহার করবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

২০১২ সালের ডিসেম্বরের এক রাতে রাজধানীর রাস্তায় এক নৃশংস গণধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করতে হয়েছিল নির্ভয়াকে। সেই ঘটনায় ফাঁসির সাজা হয় চার অভিযুক্ত পবন গুপ্ত, মুকেশ সিংহ, বিনয় শর্মা ও অক্ষয় ঠাকুরের। কিন্তু বারবার তাদের ফাঁসির দিন পিছিয়ে যাওয়ায় মানুষের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে, আইন কি তবে সাধারণ মানুষের জন্য নয়? আইন শুধুই উচ্চবিত্তদের আড়াল করতে কাজে লাগে!

Related Articles

Back to top button