ব্যবসা-বানিজ্য ও অর্থনীতিনিউজরাজ্য

লক্ষীর ভান্ডার আবেদন করতে চান? জেনে নিন কি কি ডকুমেন্ট লাগবে, অনলাইনে কীভাবে আবেদন করবেন?

লক্ষীর ভান্ডারে আবেদন প্রক্রিয়া এখন অনলাইনে শুরু হয়েছে

Advertisement

এপ্রিল থেকেই একাউন্টে ঢুকতে শুরু করেছে ডবল টাকা। লক্ষীর ভান্ডার নিয়ে বাংলার ঘরে ঘরে তুমুল উৎসাহ শুরু হয়েছে। অনেকেই টাকার অংক বাড়তেই নতুন করে আবেদন করার কথা ভাবতে শুরু করেছেন এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য। আপনিও যদি সেই তালিকায় থাকেন তাহলে এই প্রতিবেদন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলতি আর্থিক বছর থেকেই লক্ষীর ভান্ডারে টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এপ্রিল মাসের শুরু থেকেই প্রত্যেক সুবিধাভোগীর হাতে প্রতিমাসে এক হাজার টাকা করে দেওয়া হচ্ছে। এর ফলে বছরে ১২ হাজার টাকা দেওয়া হবে মহিলাদের হাতে। আর এই প্রকল্প নিয়ে ক্রমাগত কাজ করছে রাজ্য সরকার। ইতিমধ্যেই অনেকে এই বড় অংকের টাকা পেয়ে গিয়েছেন। তবে এখনো অনেক মহিলা রয়েছেন যারা নিজেদের আর্থিক চাহিদা মেটাতে ঘরে বাইরে সংগ্রাম চালাচ্ছেন। তাদের জন্য নতুন করে লক্ষীর ভান্ডারে আবেদন করার প্রক্রিয়া চালু করল সরকার। লক্ষীর ভান্ডারে আবেদন প্রক্রিয়া ঠিক না হলে অনেক সময় যোগ্যতা থাকলেও আপনি সুবিধা পেতে পারেন না। আজ আমরা জেনে নেব কিভাবে আপনারা খুব সহজে লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করবেন এবং এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবেন।

প্রথমত আপনাকে জেনে নিতে হবে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্ট আপনার প্রয়োজন। প্রথমত আপনাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং আপনার বয়স হতে হবে ২৫ বছর থেকে ৬০ বছরের মধ্যে। আবেদনকারীর কেন্দ্রীয় বা রাজ্য সরকার সংবিধিবদ্ধ সংস্থা, সরকারি উদ্যোগ পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান পৌর কর্পোরেশন স্থানীয় সংস্থা এবং সরকারী সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের স্থায়ী চাকরিতে থাকলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। আবেদনকারীদের কাছে অবশ্যই স্বাস্থ্য সাথী কার্ড, আধার কার্ড এবং জাতিশংসা পত্র থাকতে হবে। এছাড়াও আপনার কাছে একটি চালু ব্যাংক একাউন্ট থাকতে হবে। এই ব্যাংক একাউন্টেআর সমস্ত ডিটেইল আপনার কাছে থাকতে হবে। অ্যাকাউন্টধারীর নাম, অ্যাকাউন্ট নম্বর, ব্যাংকের ঠিকানা, আইএফএসসি কোড এবং এমআইসিআর কোড সহ সমস্ত ডিটেইল আপনার কাছে থাকতে হবে। এছাড়াও আপনার লাগবে একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি।

এবার কিভাবে আবেদন করবেন লক্ষীর ভান্ডারের জন্য অনলাইনে? লক্ষীর ভান্ডার যোজনার জন্য অনলাইনে আবেদন করতে যারা আগ্রহী তাদের জন্য অনলাইনে আবেদন করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। প্রথমত আপনাকে লক্ষীর ভান্ডার যোজনা অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর আপনার মোবাইল নম্বরের সাহায্যে লগইন করে আপনাকে পোর্টাল খুলতে হবে। এরপরে আপনাকে আবেদন পত্রের প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। প্রয়োজনীয় তথ্য পূরণ করার পরে প্রয়োজনীয় সমস্ত নথি আপলোড করতে হবে। এরপরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তাহলে কিন্তু অনলাইনে আপনার লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। অনলাইনে আপনি কিন্তু এই লক্ষীর ভান্ডার প্রক্রিয়ার স্ট্যাটাস চেক করতে পারেন। এজন্য আপনাকে লক্ষ্মীর ভান্ডার পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে track application status বাটন এ ক্লিক করতে হবে।

Related Articles

Back to top button