শুক্রবার সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রকের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানান হয়েছে, হাল্কা ও মাঝারি বর্ণান্ধ ব্যাক্তিরা এবার ড্রাইভিং লাইসেন্স পাবেন। তাই মোটর ভেহিকল নিয়মে এবার প্রয়োজনীয় সংশোধন করার নির্দেশ দেওয়া হয়েছে পরিবহণ ও মহাসড়ক মন্ত্রকের তরফে। মন্ত্রকের তরফে আরও জানান হয়েছে, বিশ্বের অন্যান্য স্থানেও হাল্কা ও মাঝারি বর্ণান্ধদের এই সুবিধা দেওয়া হয়ে থাকে।
মন্ত্রকের তরফে দেওয়া নতুন নিয়মের পর সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের কেন্দ্রীয় মোটর ভেহিকল নিয়ম অর্থাৎ ১৯৮৯-এর ফর্ম ১ ও ফর্ম ১ (এ) সংশোধিত করবার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর এরফলে হাল্কা ও মাঝারি বর্ণান্ধ ব্যক্তিরা ড্রাইভিং লাইসেন্স পাবেন।
কালার ব্লাইন্ডের দেওয়া হচ্ছিল না ড্রাইভিং লাইসেন্স। এরপর চিকিৎসকদের কাছে পরামর্শ নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই নতুন নিয়ম জারি হয়েছে মন্ত্রকের তরফে।