Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Katrina-কে ছেড়ে এই বলি ডিভার সাথেই মন্দিরে Vicky Kaushal, করলেন এমন কাজ

Updated :  Sunday, June 11, 2023 10:06 AM

সাইফ কন্যা সারা আলি খান বলিউডের অন্যতম উঠতি অভিনেত্রীদের মধ্যে একজন। সেলেব কিড হিসেবে ছোট থেকেই বেশ জনপ্রিয় তিনি। সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের মেয়ে তিনি। বাবা-মায়ের মতই অভিনয়কে ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছেন সারা। ইতিমধ্যেই একাধিক হিট ছবিতে অভিনয় করে ফেলেছেন সারা। কোনো না কোনো কারণে মিডিয়াতে চর্চায় থাকেন তিনি। তবে এই মুহূর্তে ভিকি কৌশলের সাথেই সিদ্ধিবিনায়কের মন্দিরে দেখা মিলেছে অভিনেত্রীর।

সারা আলি খানের পাশাপাশি ভিকি কৌশলও বলিউডের অন্যতম প্রথম সারির অভিনেতা। শুরুর সময় থেকে নিজের অভিনয় দক্ষতা দিয়েই জয় করে নিয়েছিলেন মানুষের মন। পরে অবশ্য বলিউডের অন্যতম সুন্দরী ক্যাটরিনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তুমুল চর্চিত হয়েছিলেন মিডিয়ার পাতায়‌‌। তবে খুব সম্প্রতি মুক্তি পেয়েছে তার সাম্প্রতিক ছবি, যার সূত্র ধরেই এই মুহূর্তে চর্চিত অভিনেতা।

Katrina-কে ছেড়ে এই বলি ডিভার সাথেই মন্দিরে Vicky Kaushal, করলেন এমন কাজ

লক্ষণ উতেকার পরিচালিত ‘যারা হাটকে যারা বাঁচকে’ ছবিতেই ভিকি কৌশলের বিপরীতে দেখা মিলেছে সারা আলি খানের। এই ছবিতে স্বামী-স্ত্রীর চরিত্রেই দেখা মিলছে সারা ও ভিকির। ছবি মুক্তির পর থেকেই ছবির প্রচারে সকলের পাশাপাশি ব্যস্ত তারার। এখন প্রায় একাধিক জায়গাতেই ছবির প্রচারে একসাথে দেখা যাচ্ছে ভিকি ও সারাকে, যার একাধিক ঝলক উঠে আসছে সোশ্যাল মিডিয়ার পাতাতেই। ইতিমধ্যেই তাদের অভিনয়ে নিয়ে প্রশংসা শুরু হয়ে গিয়েছে দর্শকমহলে। ছবি মুক্তির পরপরই সিদ্ধিবিনায়কের মন্দিরে এই দুই তারকাকে পূজো দিতে দেখা গিয়েছিল। মন্দির থেকে বেরিয়ে করেছিলেন মিষ্টি বিতরণও। আপাতত, সেই প্রসঙ্গই উঠে এসেছে মিডিয়ার পাতায়। উল্লেখ্য, ছবি মুক্তির পর ষষ্ঠ দিনেও এই ছবি ৪ কোটি টাকা আয় করেছে বক্সঅফিসে।