Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Jitu-Nabanita: পুজোয় তিলোত্তমা ছেড়ে পাহাড়ে একান্তে সময় কাটাচ্ছেন জিতু-নবনীতা

Updated :  Tuesday, October 12, 2021 7:22 AM

ছোটপর্দার অন‍্যতম জনপ্রিয় অভিনেতা হলেন জিতু কমল। জিতু কামাল ২০১৩ সালে জি বাংলার রাগে অনুরাগে ধারাবাহিক দিয়ে অভিনয় জগতে পা রাখেন। এরপর একের পর এক হিট ধারাবাহিক উপহার দিয়েছেন জিতু। বর্তমানে অভিনেতা আকাশ চ্যানেলের ‘হয়তো তোমারি জন্য ‘ ধারাবাহিকে অভিনয় করছেন। এই ধারাবাহিকে এক নামি উকিলের চরিত্রে অভিনয় করছেন জিতু। অন্যান ধারাবাহিকের মতো এই ধারাবাহিকে জিতুর অভিনয় বেশ প্রশংসা পেয়েছে।

জীতু বাস্তব জীবনে বিবাহিত। তাঁর স্ত্রী নবনীতাও একজন সফল অভিনেত্রী। স্টার জলসার ‘অর্ধাঙ্গিনী’ ধারাবাহিক সেটে জীতু ও নবনীতার প্রথম আলাপ হয়। হিরো হিরোইনের অভিনয় করতে করতে নিজেরাই প্রেমে পড়ে যান। এই ধারাবাহিকে নবনীতা অর্ধাঙ্গিনীর চরিত্রে পাঠ করতে গিয়ে আসল জীবনে অর্ধাঙ্গিনী হয়ে উঠবে কল্পনাও করতে পারেননি তিনি। প্রেমপর্ব মিটিয়ে ২০১৯ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। চুটিয়ে সংসারও করছিলেন। জীতু আর নবনীতার খুনসুটি আর মজা করেই সংসার করছে। কখনো দুজনে বেড়িয়ে যাচ্ছে ঘুরতে তো আবার কখনো লকডাউনে মজা করেই দিন কাটছিলেন।


করোনার মাঝেই দুর্গাপুজো শুরু হয়ে গিয়েছে।পুজোর ছুটি বাঙালিরা কখনো তিলোত্তমা ঘুরে তো অনেকে বাইরে ঘুরতে বেরিয়ে পড়েন নিজের প্রিয়জন নচেৎ বন্ধুদের সাথে। একেকভাবে কাটাতে ভালোবাসেন। এই জুটির পায়ে চাকা লাগানো তা অনেকেই জানেন। কাজ থেকে বিরতি পেলেই বেরিয়ে পড়েন। এই পুজোতে এবার কলকাতার বাইরে দেখা গেল তারকা জুটি জিতু আর নবনীতাকেও।

দু’জনের সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে বোঝা যাচ্ছে বাঙালির প্রিয় ভ্রমণ স্থান হল দার্জিলিং। আর সেখানেই গিয়েছেন তাঁরা। আর সেখান থেকে নানা ছবি শেয়ার করে চলেছেন নিজেদের সোশ্যাল মিডিয়ার পাতায়। কখনো পাহাড়ের কোলে মেঘের মাঝে হারিয়ে যাচ্ছেন তো কখনো পাহাড়ের কোলে প্রাতঃরাশ সেরেছেন। এই সব ছবি ভ্রমণ পিপষুদের জন্য নিসন্দেহে বেশ ইর্ষার বিষয়।আবার কখনও ম্যালে দাঁড়িয়ে রোম্যান্টিক পোজ দিচ্ছেন।

আবার হোটেলের ঘর থেকেই ছবি শেয়ার করেছেন। কাজের ফাঁকে ‘মি টাইম’ যে ভালোই কাটছে তা এই ছবিগুলি দেখে বোঝা যাচ্ছে। এদের ভ্যাকেশনের ছবি শেয়ার হতেই অনুগামীরা ভালোবাসা জানিয়েছেন। প্রতিটি শেয়ার করা পোস্ট বেশ ভালোই ভাইরাল।