২০২১ এর বিধানসভা নির্বাচনে বাংলায় তৃণমূলের মূল প্রতিপক্ষ বর্তমানে বিজেপি। আর এই দুই যুযুধান রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে তরজা বর্তমানে একেবারে চরমে। দুই পক্ষই নিজেদের অস্ত্রে শান দিয়ে চলেছেন। রবিবার হলদিয়ার জনসভার থেকে এই ব্যাপারটি একেবারে স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পাশাপাশি তিনি আরও একটি নতুন অভিযোগ তুলে আনলেন যা নিয়ে বিরোধীরা বেজায় চটেছেন। তিনি বললেন,”তৃণমূল সঙ্গে এবারে মূল লড়াই হবে। কিন্তু আরো দুই দল রয়েছে বাম এবং কংগ্রেস তারা তলে তলে গোপন বৈঠক করছেন। বাম কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে ম্যাচ ফিক্সিং হয়ে রয়েছে। এদের থেকে সাবধান থাকুন।”
তৃণমূল থেকে বিজেপি তে আসার পর বিভিন্ন জনসভা থেকে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) বাম কংগ্রেস সমর্থকদের তাদের দিকে টানার চেষ্টা করছিলেন। তিনি বার্তা দিয়েছিলেন তৃণমূলকে হাঁটাতে হলে বিজেপিকে ভোট দিন। কিন্তু রবিবার প্রধানমন্ত্রী কথা শোনা গেল একেবারে উল্টো সুর। প্রধানমন্ত্রী অভিযোগ করলেন বাম কংগ্রেস এবং তৃণমূল ম্যাচ ফিক্সিং করছেন। এবং তাদের মধ্যে গোপন বৈঠক চলছে। আর তার মন্তব্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এবারের নির্বাচনে কিন্তু বাম এবং কংগ্রেস জোটকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে ভারতীয় জনতা পার্টি।
অন্যদিকে তার এই মন্তব্যের পর বাম পরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty) পাল্টা বক্তব্য দিয়েছেন, “বামেদের সঙ্গে নয়, ম্যাচ ফিক্সিং চলছে বিজেপি এবং তৃণমূল এর মধ্যে। আমি অবাক হয়ে যাচ্ছি প্রধানমন্ত্রীর চিন্তা হচ্ছে বামেদের নিয়ে। এতদিন ধরে তৃণমূল এখন বিজেপি রাজ্য নিয়ে তারা যা বলেছিলেন তা এখন প্রধানমন্ত্রীর গলায় শোনা যাচ্ছে। বামেরা কোথায় আছে? তাদেরতো মাইক্রোস্কোপে খুঁজে পাওয়া যায় না। তাহলে তাদের নিয়ে প্রধানমন্ত্রীর এত চিন্তা কেন?” অন্যদিকে কংগ্রেস কিন্তু প্রধানমন্ত্রীর এই মন্তব্য একেবারে ভালো ভাবে দেখেনি।