এখনও পর্যন্ত যেকয়টি গান শ্রেয়া গেয়েছেন সবকটি গানই হিট। তাঁর সুরেলা কণ্ঠী সবাইকে মাত করেছে। বিনোদন জগতের প্রথম সারির গায়িকাদের তালিকার মধ্যে এখনও ১ নম্বরে রয়েছেন শ্রেয়া ঘোষাল। লকডাউনের মাঝে অনেকবার তিনি খালি গলায় গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট করেছেন। এবার আবারও মঞ্চ কাঁপালেন শ্রেয়া ‘জিসম’ ছবির গান ‘জাদু হ্যায় নেশা হ্যায়’ গেয়ে।
View this post on Instagram
ভিডিওটি একদম নতুন নয়। ২০০৮ সালের মঞ্চ, তখনকার শ্রেয়া। সেই গান আজ আবারও ভাইরাল সোশ্যাল মিডিয়ার পাতায়।
View this post on Instagram
গানটি শ্রেয়ার ফ্যান পেজ থেকে শেয়ার করা হয়েছে ইনস্টাগ্রামে। যা ইতিমধ্যে বহু মানুষ দেখেছেন এবং শেয়ার করেছেন। এছাড়াও নিজের ইন্সটাগ্রাম পেজে “She is Arriving!” দিয়ে নিজের একটি গান পোস্ট করেছেন। নবরাত্রি স্পেশ্যাল গানটি গেয়েছেন শ্রেয়া। চলুন শুনে নিই, মন ভরে যাবে আনন্দে।














Florence Pugh Speaks Out on Zach Braff’s “Unfair” Treatment Over Their 21-Year Age Difference