ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

LIC Scheme: মাত্র ৫০ টাকা জমা করলেই পেয়ে যাবেন ৬ লাখ টাকা, জেনে নিন LIC-এর এই স্কিম

এই স্কিম মূলত মেয়েদের জন্যই নিয়ে আসা হয়েছে

Advertisement

LIC দেশের প্রতিটি শ্রেণীর মানুষের জন্য নতুন নতুন পলিসি নিয়ে আসছে। মহিলারা প্রায়ই বীমা পলিসি কেনার ক্ষেত্রে অনেক পিছিয়ে থাকে। এমন পরিস্থিতিতে মহিলাদের কথা মাথায় রেখে এলআইসি একটি বিশেষ বীমা পলিসি চালু করেছে। এই পলিসির নাম এলআইসি আধার শিলা পলিসি। যে সমস্ত মহিলার বয়স ৮ থেকে ৫৫ বছরের মধ্যে তারা এই স্কিমের সুবিধা পাওয়ার যোগ্য৷ এই নীতিতে নারীরা অনেক সুবিধা পান। এই পলিসিতে, যে কোনও মহিলা সর্বনিম্ন ৭৫ হাজার টাকা এবং সর্বোচ্চ ৩ লক্ষ টাকার বীমা কিনতে পারবেন।

এই স্কিম কি জানেন?

LIC-এর এই স্কিমের অধীনে, আপনি ত্রৈমাসিক, অর্ধবার্ষিক এবং বার্ষিক ভিত্তিতে বিনিয়োগ করতে পারেন। এই স্কিমের অধীনে আপনি সর্বনিম্ন ১০ বছর এবং সর্বোচ্চ ২০ বছরের জন্য বিনিয়োগ করতে পারেন।

আপনি কিভাবে সুবিধা পাবেন?

ধরা যাক আপনি ৩০ বছর বয়সে পরিকল্পনা শুরু করেন। এবং যদি আপনি প্রতিদিন ৫৮ টাকা সঞ্চয় করেন তবে আপনি এক বছরে LIC আধার শিলা প্ল্যানে ২১,৯১৮ টাকা জমা করবেন। আপনি ২০ বছরে ৪,২৯,৩৯২ টাকা বিনিয়োগ করবেন যখন আপনি মেয়াদপূর্তিতে ৭,৯৪,০০০ টাকা রিটার্ন পাবেন।

একজন মহিলা ২১ বছর বয়সে ২০ বছরের জন্য যদি জীবন আধার শিলা প্ল্যান নেন, তাহলে তাকে বার্ষিক ১৮,৯৭৬ টাকা প্রিমিয়াম দিতে হবে। এইভাবে, ২০ বছরের মেয়াদে প্রায় ৩ লাখ ৮০ হাজার টাকা জমা দিতে হবে এবং ৬ লাখ ৬২ হাজার টাকা ম্যাচিউরিটিআর সময় পাওয়া যাবে। এর সাথে ৫ লক্ষ টাকা মৌলিক বীমার পরিমাণ এবং ১ লক্ষ ৬২ হাজার ৫০০ টাকা যোগ করতে হবে।

কে এর সুবিধা নিতে পারে?

LIC-এর আধারশিলা প্ল্যান সুরক্ষা এবং সঞ্চয় উভয়ই প্রদান করে৷ যাদের আধার কার্ড বৈধ শুধুমাত্র সেই মহিলারাই এর সুবিধা পেতে পারেন। LIC-এর এই পরিকল্পনা পলিসিধারী এবং তার মৃত্যুর পরে তার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে।

Related Articles

Back to top button