ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

LIC-র বিরাট ধাক্কা, মুনাফা প্রায় অর্ধেক, ব্যাপক পতন আয়ে

এলআইসি তার তিন মাসের ফলাফল সম্প্রতি প্রকাশ করেছে

Advertisement

পাবলিক সেক্টর বীমা কোম্পানি লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, তাদের ত্রৈমাসিক ফলাফল সম্প্রতি প্রকাশ করে দিয়েছে। এবারে এলআইসির দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফল ভালো না হওয়ায় কোম্পানির মুনাফা অনেকটা কমেছে। প্রকৃতপক্ষে, নেট লাভ প্রায় অর্ধেক হয়ে গেছে এলআইসির। এছাড়াও কোম্পানির আয় কমেছে অনেকটা। চলুন জেনে নেওয়া যাক এলআইসির তিন মাসের ফলাফল কেমন ছিল।

সরকারি খাতের বীমা কোম্পানি লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার নেট মুনাফা চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে প্রায় ৫০ শতাংশ কমে গিয়েছে। কোম্পানির মুনাফা এখন মাত্র ৮ হাজার কোটি টাকার নিচে নেমে গিয়েছে। সংস্থার দেওয়া তথ্যে বলা হয়েছে, এই কোম্পানির নেট মুনাফা ৫০ শতাংশ কমে এই মুহূর্তে হয়েছে ৭৯২৫ কোটি টাকা। গত আর্থিক বছরের একই সময়ে এই কোম্পানির নেট মুনাফা ছিল ১৫৯৫২ কোটি টাকা।

লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার মাধ্যমে ভারতের অনেক মানুষ জীবন বীমা করে থাকেন। এখনকার দিনে ভারতে বেশ কিছু বীমা প্রকল্প এমন রয়েছে যেগুলি আপনার জন্য ব্যাপক লাভজনক প্রমাণিত হতে পারে। এলআইসির কাছে রয়েছে বেশ কিছু লাভজনক স্বাস্থ্য বীমা এবং জীবন বীমা। এমন পরিস্থিতিতে কোম্পানির মুনাফা যদি কমে যায় তাহলে এটা ভারতের সাধারণ মানুষের জন্য বেশ উদ্বেগ জনক হয়ে উঠতে পারে। এলআইসির নেট প্রিমিয়াম আয় অনেকটা কমে গিয়েছে। ফলে সব মিলিয়ে অনেকটাই ক্ষতির মুখে এলআইসি।

লাইফ ইন্সুরেন্স করপোরেশন অফ ইন্ডিয়া সম্প্রতি শেয়ার বাজারে জানিয়েছে, চলতি আর্থিক বছরের জুলাই থেকে সেপ্টেম্বর কোয়ার্টারে এই কোম্পানির নেট প্রিমিয়াম আয় ১,০৭,৩৯৭ কোটি টাকা ছিল। গত বছরের একই সময়ে এই কোম্পানির নেট প্রিমিয়াম আয় ছিল ১,৩২,৬৩১.৭২ কোটি টাকা। এর পাশাপাশি কোম্পানির মূল আয় অনেকটা কমেছে। কোম্পানির মোট আয় দ্বিতীয় ত্রৈমাসিকে কমে গিয়ে মাত্র ২,০১,৫৮৭ কোটি টাকা হয়েছে যা সেপ্টেম্বর ২০২২ কোয়ার্টারে ছিল ২,২২,২১৫ কোটি টাকা।

Related Articles

Back to top button