Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

LIC Jeevan Azad: প্রিমিয়ামের ৭ গুণ টাকা পাবেন, এক্ষুনি গ্রহণ করুন এলআইসির এই দুর্দান্ত প্রকল্প

Updated :  Tuesday, January 24, 2023 10:06 PM

সম্প্রীতি লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া চালু করে দিয়েছে তাদের নতুন প্রকল্প জীবন আজাদ পলিসি। এখানে জীবন আজাদ পলিসির মাধ্যমে মানুষকে নিরাপত্তা এবং সঞ্চয় এর সুবিধা একসাথে দিচ্ছে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। এই প্রকল্পের মাধ্যমে ৫ লক্ষ টাকা পর্যন্ত নিশ্চিত বীমা কভার দেওয়া হচ্ছে এই সরকারি সংস্থার তরফে। এ পাশাপাশি এলআইসি জীবন আজাদ পরিকল্পনার অধীনে আরো অনেক সুবিধা পেয়ে যাচ্ছেন পলিসি হোল্ডার।

এলআইসি জীবন আজাদ হল একটি সীমিত মেয়াদের এনডায়নমেন্ট প্ল্যান যা পলিসির মেয়াদের মধ্যে পলিসি হোল্ডারের মৃত্যু হলে পরিবারকে আর্থিক সাহায্য করে থাকে। এই প্রকল্প ঋণের সুবিধা পাবেন পলিসি হোল্ডার। এই পলিসির মেয়াদ শেষের পরে ব্যক্তি জীবিত থাকলে নিশ্চিত বড় তহবিল পেতে পারেন তিনি। এলআইসি জীবন আজাদ প্রকল্পে সর্বনিম্ন ২ লক্ষ টাকা এবং সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হয়। এই প্রকল্প ১৫ থেকে ২০ বছরের জন্য আপনি গ্রহণ করতে পারেন।

এই প্রকল্পে প্রিমিয়াম পেমেন্টের মাধ্যমে পলিসি মেয়াদ -৮ বছর ধরা হয়। অর্থাৎ বলতে গেলে আপনি যদি এই পলিসি করার জন্য কুড়ি বছরের প্রিমিয়াম বেছে নেন, তাহলে আপনাকে ২০-৮ = ১২ বছরের প্রিমিয়াম এলআইসি জীবন আজাদ পলিসিতে দিতে হবে। এই পরিকল্পনায় আপনি বার্ষিক, অর্ধ বার্ষিক, ত্রৈমাসিক এবং মাসিক ভিত্তিতে প্রিমিয়াম দিতে পারেন। আপনি যদি এলআইসি আজাদ প্ল্যান এর সুবিধা পেতে চান তাহলে আপনার বয়স ৯০ দিন থেকে সর্বোচ্চ ৫০ বছরের মধ্যে হতে হবে।

অর্থাৎ বলতে গেলে ৯০ দিনের শিশুর নামে আপনি এই পলিসি গ্রহণ করতে পারবেন। এর সঙ্গে আপনার বয়স যদি ৫০ বছর হয় তাহলেও কিন্তু আপনি এই প্রকল্প গ্রহন করতে পারবেন। অন্যদিকে যদি বীমা গ্রহণকারী ব্যক্তি মেয়াদ শেষ হওয়ার আগে মারা যান তাহলে এই প্রকল্পের অধীনে তার পরিবারকে সুবিধা দেওয়া হবে। মৃত্যুকালীন সুবিধা বেসিক সাম অ্যাসিওর্ড এর সমান বা বার্ষিক প্রিমিয়ামের সাত গুণ হতে পারে। তবে মৃত্যুকালীন সুবিধা প্রদত্ত মোট প্রিমিয়ামের ১০৫ শতাংশের কম হবে না।