ব্যবসা-বানিজ্য ও অর্থনীতিদেশনিউজ

Lic Jeevan Utsav Scheme: LIC বয়স্কদের জন্য চালু করল একটি শক্তিশালী প্রকল্প, সারা জীবন পাবেন 1 লাখ টাকা পেনশন

এলআইসির এই প্রকল্প আপনি গ্রহণ করতে পারেন যদি আপনার পরবর্তী জীবন আপনাকে ভালো কাটাতে হয়

Advertisement

দেশের সবথেকে বড় বীমা কোম্পানি এলআইসি সম্প্রতি একটি আকর্ষণীয় পলিসি চালু করেছে ভারতের সাধারণ মানুষদের জন্য। এই পলিসির নাম দেওয়া হয়েছে এলআইসি জীবন উৎসব প্ল্যান। এলআইসির এই প্লেনের বিশেষ বিষয়টি হলো সীমিত সময়ের জন্য এই প্রকল্পে প্রিমিয়াম পরিশোধ করার পর আপনি নিশ্চিত রিটার্ন পেয়ে যাবেন। এই প্রকল্পে দশ শতাংশ আয়ের সুবিধা দিয়ে থাকে এলআইসি। এলআইসির এই জীবন উৎসব প্রকল্পের বিশেষত্ব হলো এর প্রিমিয়াম পরিষদের মেয়াদ পাঁচ বছর থেকে ১৬ বছরের মধ্যে। অর্থাৎ আপনাকে শুধুমাত্র সীমিত সময়ের জন্য পলিসি প্রিমিয়াম দিতে হবে। আপনার প্রিমিয়াম পেমেন্ট মেয়াদের উপর নির্ভর করে কয়েক বছর অপেক্ষা করার পর আপনি পলিসির সুবিধা পেতে শুরু করবেন।

এর পাশাপাশি ডেথ বেনিফিট আপনারা পেয়ে যাচ্ছেন এই প্রকল্পের সাথে। পলিসি মেয়াদে যদি কোন ব্যক্তি মারা যান তাহলে মূল বীমা করা অর্থের সাত গুণ বা বার্ষিক প্রিমিয়াম, যেটা বেশি হয় সেটাই দেওয়া হবে সেই ব্যক্তির পরিবারকে। তবে হ্যাঁ মোট প্রিমিয়াম এর পরিমাণ কিন্তু ১০৫% এর বেশি হবে না। অন্যদিকে যদি ব্যক্তি পলিসির মেয়াদ শেষ হয়ে যাবার পর বেঁচে থাকেন তবে প্রতিবছর নিয়মিত এবং ফ্লেক্সিভিত্তিতে মূল বিমার ১০ শতাংশ আয়ের সুবিধা দেওয়া হয়ে থাকে। এলআইসি জীবন উৎসব প্রকল্পে ন্যূনতম বিনিয়োগের নিশ্চিত পরিমাণ হবে পাঁচ লক্ষ টাকা।

ধরে নেওয়া যাক আপনি একজন ২৫ বছর বয়সী ব্যক্তি এবং ১০ লক্ষ টাকার বীমা করলেন আপনি এই প্রকল্পে। ১২ বছরের প্রিমিয়াম পেমেন্ট মেয়াদ সহ এলআইসি জীবন উৎসবের এই প্ল্যানে আপনি ৩৬ বছর মেয়াদপূর্তি পর্যন্ত প্রিমিয়াম দিতে পারবেন ( প্রিমিয়াম পরিশোধের মেয়াদ ১২ বছর )। পলিসি প্রথম বছরে আপনি ৯২৫৩৫ টাকা প্রিমিয়াম দিলেন। দ্বিতীয় বছর থেকে ১২ তম বছর পর্যন্ত প্রতি বছরে ৯০ হাজার ৫৪২ টাকা পর্যন্ত প্রিমিয়াম দিন। প্রিমিয়াম পরিশোধের মেয়াদ শেষ করার পর আপনাকে ৩৭ তম এবং ৩৮ তম বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপরে আপনি ৩৯ তম বছর থেকে সুবিধা পেতে শুরু করবেন।

Related Articles

Back to top button