LIC যে দেশের সবচেয়ে বড় লাইফ ইন্স্যুরেন্স সংস্থা এই নিয়ে কোনো সন্দেহ নেই। সাধারণ মানুষ অনেকটাই লাভবান হতে পারেন একাধিক পলিসি বা স্কিম রয়েছে এই সংস্থায়। এবার গ্রাহকদের জন্য বিশেষ পেনশন স্কিমের ঘোষণা করল ভারতীয় জীবন বিমা নিগম। প্রধানত কর্মরতদের জন্য এই স্কিম চালু করা হয়েছে। নূন্যতম ৩০ বছর এবং সর্বাধিক ৮৫ বছরের জন্য এই স্কিম নেওয়া যায়। এই সংস্থার তরফে জানানো হয়েছে সর্বাধিক ৬৫ হাজার টাকা পর্যন্ত পেনশন পাওয়া যাবে। ৯.১৮% থেকে ১৯.২৩% লাইফটাইম গ্যারেন্টি পাওয়া যাবে। এছাড়া থাকবে লোনের সুবিধাও।
দারুন অফার! পাবেন ৬৫ হাজার করে পেনশন! জেনে নিন কি করতে হবে!
![](https://www.bharatbarta.com/wp-content/uploads/2019/08/da.jpg)