মুদ্রাস্ফীতির এই যুগে সবাই চায় কিছু টাকা সংরক্ষণ করে রাখতে যা ভবিষ্যতে কাজে লাগতে পারে। কিন্তু বর্তমান সময়ে সংসারের বাইরে আলাদা করে টাকা ব্যয় সম্ভব হয়ে ওঠে না। এমন অবস্থায়, LIC যাদের আয়ের পরিমাণ অল্প এবং কৃষকদের জন্য একটি স্কিম চালু করল, যাতে কম বিনিয়োগ করলে বেশি সুবিধা পাওয়া যাবে। যার ফলে অসুবিধায় পড়তে হবে না বিনিয়োগকারীকে।
এলআইসি নিউ এন্ডোমেন্ট প্ল্যান্ট – ৮১৪ নামে একটি পরিকল্পনা চালু করেছে। এই পরিকল্পনার আওতায় ব্যক্তিকে প্রতিদিন মাত্র ২৭ টাকা জমা দিতে হবে। যারফলে পরে ওই ব্যক্তি ১০ লক্ষ ৬২ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন। শুধু তাই নয়, এই পরিকল্পনায় বিশেষ ব্যপার হল এটিতে বিনিয়োগকারী কর ছাড়ও পাবেন। শুধু ব্যক্তিকে বিনিয়োগ করতে হবে ৩ লক্ষ টাকা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : বসন্তে বৃষ্টি, অসময়ের বৃষ্টিপাতে ভিজলো কলকাতা সহ দক্ষিণবঙ্গ
ভবিষ্যতে বিনিয়োগকারী বোনাস হিসাবে ৪.৩২ লক্ষ টাকা পাবেন। এছাড়া অতিরিক্ত বোনাস অর্থাৎ ৩.৩০ লক্ষ টাকার এফএবিও পাবেন জমাকর্তা। এই পরিকল্পনায় কর ছাড়ে ব্যক্তি এই পরিকল্পনার মাধ্যমে প্রতি বছর ৩০৫৩ টাকার করও বাঁচাতে পারবেন।
তবে, ব্যক্তির বয়স যদি ৩২ বছর হয় তাহলে তিনি ৩০ বছরের বিনিয়োগ করতে পারবেন। প্রতিদিন ২৭ টাকা বিনিয়োগ করলে মোট প্রিমিয়াম প্রায় তিন লাখ পর্যন্ত হবে। যদি তিন লক্ষের প্রিমিয়ামে বোনাস এবং চূড়ান্ত অতিরিক্ত বোনাসের পরিমাণ একসাথে করতে চান তবে এটি দাড়াবে ১০.৬২ লক্ষ টাকা। এমন ভাবেই বিনিয়োগকর্তা ৬২ হাজার টাকার সুবিধা পেতে পারবেন।