LIC নিয়ে এল এই দুর্দান্ত প্ল্যান, প্রতিমাসে ১২ হাজার টাকা করে পেনশন
আপনি যদি এলআইসির মাধ্যমে সহজে পেনশন গ্রহণ করতে চান তাহলে এটাই হল আপনার জন্য সবথেকে ভালো প্ল্যান
এলআইসি হল দেশের সবথেকে বড় জীবন বীমা সংস্থা। তারা ভারতের মানুষের কথা চিন্তা করে প্রতি বছর কিছু নতুন নতুন পলিসি নিয়ে আসে। এবছর ভারতের সাধারণ মানুষের জন্য নিয়ে আসা হয়েছে একটি আজীবন পেনশন প্রকল্প যার নাম দেওয়া হয়েছে সরল পেনশন যোজনা। একসঙ্গে থক টাকা দিয়ে আপনি এই পলিসিতে বিনিয়োগ শুরু করতে পারেন। ৪০ বছর বয়স থেকে এই পলিসিতে বিনিয়োগ শুরু করা যায়। এটা হল আদতে একটা ইমিডিয়েট এনওয়েটি প্ল্যান এবং এখানে আপনি একমাস থেকে ১২ মাসের ভিত্তিতে পেনশন গ্রহণ করতে পারবেন। ৪০ বছর বয়সে যদি আপনি পেনশন গ্রহণ করতে চান তাহলে এই পলিসি আপনার জন্য সবথেকে ভালো পলিসি হতে চলেছে।
৪০ থেকে ৮০ বছর বয়সের যে কোন ব্যক্তি এই পলিসিতে বিনিয়োগ করতে পারেন। এই পলিসি নেওয়ার সময় আপনাকে একবার প্রিমিয়াম দিলেই হবে। বাকি পুরো সময়টা আপনি পেনশন পেতে থাকবেন। পলিসি হোল্ডার এই পলিসি নেওয়ার পর থেকেই পেনশন পাওয়ার জন্য যোগ্য হতে পারবেন। স্কিম চলাকালীন যদি কোন কারণে পলিসি হোল্ডারের মৃত্যু হয়ে যায় তাহলে পুরো জমা টাকা নমিনিকে ফেরত দেওয়া হবে। পলিসি কেনার ছয় মাস পর থেকে যেকোনো সময় আপনি এই পলিসি স্যারেন্ডার করতে পারবেন বলেও জানা গিয়েছে।
এলআইসি সরল পেনশন যোজনা প্রকল্পে সর্বোচ্চ বিনিয়োগের কোন সীমা রাখা হয়নি। তবে যদি আপনাকে বিনিয়োগ করতে হয় তাহলে আপনাকে নূন্যতম ১০০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করতে হবে। একসঙ্গে কিন্তু আপনাকে ২.৫ লক্ষ টাকা জমা করতে হবে যদি আপনাকে এক হাজার টাকা করে প্রতি মাসে পেনশন পেতে হয়। তবে এক্ষেত্রে কিন্তু বয়সটা একটা বড় ফ্যাক্টর। যদি আপনার বয়স ৪২ বছর হয় তাহলে আপনি ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করে প্রতি মাসে এই পলিসির মাধ্যমে ১২৩৮৮ টাকা করে পেনশন পেতে পারেন। জয়েন্ট প্রকল্প চালু করার একটা সুবিধা রয়েছে এই পলিসিতে।