Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

LIC-র এই প্ল্যানে মাত্র ১০০০ টাকা বিনিয়োগ করে কন্যা সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করুন!

মাত্র ১ হাজার টাকা করে বিনিয়োগ করে কন্যার উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করুন! সন্তানের পড়াশোনা থেকে শুরু করে বিবাহ—বাবা-মায়ের দুশ্চিন্তা থাকবেই। এবার সেই চাপ কমাতে ভারতের সরকারি বিমা সংস্থা LIC নিয়ে…

Avatar

মাত্র ১ হাজার টাকা করে বিনিয়োগ করে কন্যার উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করুন! সন্তানের পড়াশোনা থেকে শুরু করে বিবাহ—বাবা-মায়ের দুশ্চিন্তা থাকবেই। এবার সেই চাপ কমাতে ভারতের সরকারি বিমা সংস্থা LIC নিয়ে এসেছে একটি নতুন স্কিম। যেখানে প্রতি মাসে মাত্র ১০০০ টাকা বিনিয়োগ করলেই মেয়াদ শেষে মোটা অঙ্কের রিটার্ন সহ বাড়তি সুবিধা পাবেন। বিস্তারিত জানুন এখানে।

LIC-র কন্যাদান পলিসি

লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন (LIC) ভারতীয় নাগরিকদের জন্য নানান বিমা পলিসি নিয়ে আসে। এবার তারা কন্যাদান পলিসির আওতায় একটি নতুন স্কিম চালু করেছে, যেখানে প্রতি মাসে মাত্র ১০০০ টাকা সঞ্চয় করে মেয়াদ শেষে বড় অঙ্কের রিটার্ন পাওয়া যাবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কত টাকা রিটার্ন পাওয়া যাবে?

LIC-এর কন্যাদান পলিসিতে বিনিয়োগ করলে বাবা-মায়ের দুশ্চিন্তা অনেকটাই কমবে। এই স্কিম অনুযায়ী, যদি প্রতি মাসে ১০০০ টাকা সঞ্চয় করা হয়, তাহলে বছরে মূলধন হবে ১২,০০০ টাকা। নির্দিষ্ট মেয়াদে, অর্থাৎ ২৫ বছর পর সুদ-আসল মিলিয়ে প্রায় ১৫ লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন পাওয়া যাবে।

যে কেউ বিনিয়োগ করতে পারবেন?

এই স্কিমে বিনিয়োগ করতে হলে কিছু যোগ্যতার শর্ত মানতে হবে—
কন্যার বয়স: ন্যূনতম ১ বছর হতে হবে।
পলিসি গ্রহণকারীর বয়স: কমপক্ষে ৩০ বছর বা তার বেশি হতে হবে।

বাড়তি সুবিধা কী কী?

প্রতিমাসে মাত্র ১০০০ টাকা সঞ্চয় করেই মেয়াদ শেষে ১৫ লক্ষ টাকা পাওয়া যাবে।
আকর্ষণীয় কর সুবিধা – এই পলিসিতে বিনিয়োগ করলে ভারত সরকারের আয়কর আইন ৮০C ধারায় কর ছাড় পাওয়া যাবে।
নিরাপদ বিনিয়োগ – LIC ভারতের অন্যতম বিশ্বাসযোগ্য বিমা সংস্থা, ফলে বিনিয়োগ সম্পূর্ণ নিরাপদ।

কীভাবে আবেদন করবেন?

LIC-এর এই কন্যাদান পলিসিতে বিনিয়োগ করতে চাইলে দুটি উপায় রয়েছে—
অনলাইনে – LIC-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি আবেদন করতে পারেন।
অফলাইনে – নিকটবর্তী LIC অফিসে গিয়ে বা বিশ্বস্ত LIC এজেন্টের মাধ্যমে আবেদন করতে পারেন।

আজই বিনিয়োগ করুন এবং আপনার কন্যার ভবিষ্যৎ সুরক্ষিত করুন!

About Author