LIC Bima Sakhi Yojana: দশম শ্রেণী পাস মহিলাদের মাসে ৭০০০ টাকা রোজগার করার সুযোগ, জানুন কিভাবে পাবেন কেন্দ্রীয় সরকারের এই টাকা?
আপনারা যদি গ্রামের মেয়ে হন তাহলে আপনাদের জন্য এই সুবিধা রয়েছে
আর্থিকভাবে গ্রামের মহিলাদের আরো শক্তিশালী করতে এবারে কেন্দ্রীয় সরকার গ্রহণ করল একটা নতুন উদ্যোগ। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বীমা সখী যোজনার উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যোজনার উদ্বোধন করেছেন। বীমা সংস্থা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া ওরফে এলআইসির মাধ্যমে তার স্বপ্নের এই প্রকল্প চলবে বলে জানা গিয়েছে। এর মাধ্যমে আগামী এক বছরের মধ্যে ১ লক্ষ গ্রামীণ মহিলাকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করবে কেন্দ্রীয় সরকার। এই মেয়েদের বীমা এজেন্ট হবার সুযোগ দেবার হবে এলআইসির তরফ থেকে। আর সেই কারণেই এই প্রকল্পের নাম রাখা হয়েছে বীমা সখী যোজনা।
কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে মহিলারা ব্যাপক সুবিধা পাবেন। পাশাপাশি এই প্রকল্পের মাধ্যমে এক ঢিলে দুই পাখি মারতে পারবে কেন্দ্রীয় সরকার। প্রথমত এই প্রকল্পের মাধ্যমে গ্রামাঞ্চলের মহিলাদের বিপুল কর্মসংস্থান তৈরি করা যাবে। দ্বিতীয়ত দেশের অনুন্নত এবং দূরবর্তী এলাকায় বীমা পলিসি আমজনতার মধ্যে ছড়িয়ে দেওয়া যাবে। আর এই কারণে জন্যই সরকার এই প্রকল্প নিয়ে জোরকদমে কাজ শুরু করে দিয়েছে বলা যেতে পারে। নারী ক্ষমতায়ন এবং ব্যবসা দুই দিক থেকেই লাভ হবে এলআইসির।
এই যোজনায় দশম শ্রেণী উত্তীর্ণ মহিলারা নিজেদের নাম লেখাতে পারবেন। ১৮ থেকে ৫০ বছর বয়সে মহিলারা এর জন্য আবেদন করতে পারবেন। প্রাথমিক পর্যায়ে একলক্ষ বীমা সখি যুক্ত করবে এই রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা। এরপর তিন বছরের মধ্যে এর সংখ্যা বাড়িয়ে দুই লক্ষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এলআইসি জানিয়েছে এই প্রকল্পে অংশগ্রহণ করার পর বছরে মাস পিছু টাকা পাবেন মহিলারা। প্রথম বছরে প্রতিমাসে মহিলারা পেয়ে যাবেন ৭ হাজার টাকা করে। দ্বিতীয় বছর থেকে প্রতি মাসে আপনারা ৬০০০ টাকা করে পেয়ে যাবেন। তৃতীয় বছর থেকে এই টাকার পরিমাণ পাঁচ হাজার টাকা প্রতি মাসে নেমে আসবে। বিমা সখীদের অতিরিক্ত কমিশন দেওয়া হবে যদি তারা পলিসি বিক্রি করতে পারেন। পলিসি বিক্রির ক্ষেত্রে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা পূরণ করতে হবে তাদের।
যাদেরকে নির্বাচন করা হবে তাদেরকে একেবারে নিখরচায় প্রশিক্ষণ দেবে কেন্দ্রীয় সরকার। এই ব্যাপারে নিজেদের দায়বদ্ধতার কথা জানিয়েছে, এলআইসি। গ্রামীণ মহিলা এজেন্টরা নিজেদের ইচ্ছেমতো সময়ে পলিসি বিক্রি করতে পারবেন। পাশাপাশি সরকারি বা বেসরকারি চাকরির মতো নির্দিষ্ট সময় সীমায় কাজ করতে হবে এরকম বিষয়টা নয়। নিজেদের সময়মতো মহিলারা এই কাজ করতে পারবেন। প্রশিক্ষণের পাশাপাশি তাদেরকে দেওয়া হবে টাকা। তবে যদি পলিসি বিক্রি না করা হয়, তাহলে কিন্তু এই বিমা সখীদের চাকরির ক্ষেত্রে সমস্যা থাকতে পারে।