করোনা মহামারির ভয়াবহ পরিস্থিতিতে মানুষের জীবনে কী ঘটতে চলেছে, তার নিশ্চয়তা নেই। এর মধ্যে মধ্যবিত্তের পারিবারিক সুরক্ষা বাড়াতে নতুন স্কিম নিয়ে এসেছে ভারতীয় জীবন বিমা নিগম (এলআইসি)। ভারতের বৃহত্তম এই বিমা সংস্থার অন্যতম বিমা টেক টার্ম ইনশিওরেন্স পলিসি প্রত্যেক পরিবারকে নিশ্চিত সুরক্ষা প্রদান করে। নিশ্চিত অর্থনৈতিক সুরক্ষা প্রদান করে প্রত্যেক পলিসি হোল্ডারকে। এই পলিসি কিনতে কোথাও যেতে হবে, বাড়িতে বসে অনলাইনেই এই পলিসি কিনতে পারবেন পলিসি হোল্ডাররা। কারণ, এই পলিসি শুধুমাত্র অনলাইনেই উপলব্ধ।
টেকটার্ম প্ল্যান নম্বর ৮৫৪ UIN নম্বর 512N333V01- এই পলিসিতে পলিসি হোল্ডারের মৃত্যু যদি মেয়াদ শেষের আগেই হয়ে থাকে, তবে পরিবারের সদস্যরা পলিসির টাকা সহজেই পেয়ে যাবেন। দুর্ঘটনা সহ যে কোন মৃত্যুতেই এই পলিসির সুবিধা পাওয়া যাবে। তবে পলিসি কেনার এক বছরের মধ্যে পলিসি হোল্ডার আত্মহত্যা করলে, সে ক্ষেত্রে মিলবে না পলিসির সুবিধা। সর্বনিম্ন ১০ বছর থেকে সর্বোচ্চ ৫০ বছর পর্যন্ত থাকবে এই পলিসির মেয়াদ। সর্বাধিক ৮০ বছর বয়স পর্যন্ত এই পলিসির সুবিধা পাওয়া যায়।
টার্ম ইনসিওরেন্সের ক্ষেত্রে ন্যূনতম ৫০ লক্ষ টাকা পাওয়া যায় এই পলিসিতে। বার্ষিক ও অর্ধবার্ষিক প্রিমিয়াম জমা দেওয়ার সুবিধা রয়েছে এতে। দৈনিক মাত্র ২৭ টাকা করে জমা করলেই ৫০ লক্ষ টাকার সুবিধা পাওয়া যাবে। এলআইসি টেকটার্ম পলিসিতে ৩০ বছর বয়সী কোনও ব্যক্তি ৩০ বছরের জন্য ৫০ লক্ষ টাকার পলিসি করতে চাইলে তাকে জিএসটি সহ বার্ষিক ৯,৯১২ টাকার প্রিমিয়াম দিতে হবে ৷ ১ কোটি টাকার পলিসি করতে চাইলে বার্ষিক ১৭,৪৪৫ টাকার প্রিমিয়াম দিতে হবে। এই পলিসির কেনার জন্য ভারতীয় জীবন বিমা নিগমের অফিসিয়াল ওয়েবসাইট www.licindia.in-এ যেতে হবে৷