ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

LIC: বয়স সীমা নিয়ে বড় সিদ্ধান্ত নিল এলআইসি, বিরাট সুবিধা হবে গ্রাহকদের

আপনার যদি এলআইসি পলিসি গ্রহণ করার পরিকল্পনা থাকে তাহলে এটাই কিন্তু ভালো সময়

Advertisement

দেশের সবথেকে বড় ইন্সুরেন্স প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম হলো লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া ওরফে এলআইসি। এই প্রতিষ্ঠান শুরুর দিন থেকেই সাধারণ মানুষের জন্য নানা ধরনের প্রকল্প নিয়ে এসেছে যেখানে টাকা বিনিয়োগ করে সুবিধা নিয়েছেন লক্ষ লক্ষ গ্রাহক। এল আই সির নতুন প্ল্যান এর সুবিধা নতুন করে মানুষজন ভোগ করতে পারবেন। সম্প্রতি এন্ডাওমেন্ট প্ল্যান নামের একটি নতুন প্ল্যান নিয়ে হাজির হয়েছে LIC। এখানে বয়সের সময়সীমা ৫৫ বছর থেকে কমিয়ে ৫০ বছর করা হয়েছে। ইতিমধ্যেই নতুন এই নিয়ম চালু হয়ে গিয়েছে এলআইসিতে।

নতুন এই প্ল্যান নিয়ে গ্রাহকরা শুধুমাত্র যে ম্যাচিউরিটি বেনিফিট পাবেন সেটাই নয়, যদি কোন কারণে তার কিছু হয়ে যায় তাহলে তার পরিবার এই সুবিধার অন্তর্গত সমস্ত সুযোগ পেয়ে যাবেন। পাশাপাশি তার পুরো টাকাটা তার পরিবারকে দেওয়া হবে। এলআইসি ওয়েবসাইট অনুসারে বর্তমানে ছয়টি নতুন প্ল্যান চালু করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো এলআইসি সিঙ্গল প্রিমিয়াম এনডোমেন্ট প্ল্যান, এলআইসি নতুন এনডোমেন্ট প্যান, এলআইসি নিউ জীবন আনন্দ, এলআইসি জীবন লক্ষ্য, এলআইসি জীবন লাভ প্ল্যান এবং এলআইসি অমৃতবাল।

আপনাদের জানিয়ে রাখি এই সমস্ত প্ল্যান নতুন করে আপডেট করা হয়েছে এবং এর ফলে ১ লক্ষ টাকা থেকে শুরু করে দুই লক্ষ টাকা পর্যন্ত সমস্ত পলিসিতে নতুন সুবিধা গ্রহণ করতে পারবেন গ্রাহকরা। বেসরকারি প্রতিষ্ঠানগুলি যেখানে ছয় থেকে সাত শতাংশ হারে সুদ নির্ধারণ করে, সেখানে এলআইসি ১০ শতাংশ হারে সুদ দেবে বলে জানিয়েছে। তবে প্রতিটি পলিসিতে বয়সসীমা কমিয়ে দেওয়ার জন্য এবার থেকে অনেক বেশি মানুষ এরফলে সুবিধা পাবেন। ৫ বছরের এই ফারাক অনেকটাই গ্রাহকদের বাড়তি স্বস্তি দেবে।

Related Articles

Back to top button