২১ জুলাই সকাল থেকেই কলকাতার আকাশের মুখভার। সঙ্গে তো রয়েছে গুমোট গরম। আসলে বিক্ষিপ্ত মাঝারি হালকা বৃষ্টিপাত হলেও, ভারী বৃষ্টির দেখা নেই শহরতলিতে। আদ্রতাজনিত অস্বস্তিতে তাই হাঁসফাঁস করছে কলকাতাবাসী। গরমে ঘর্মাক্ত দুপুর কাটাতে হচ্ছে সকলকেই। তবে এর মাঝেই সাময়িক স্বস্তির আশ্বাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার কলকাতাসহ সংলগ্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর যে আজ একুশে জুলাই বৃহস্পতিবার কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতায় প্রধানত আকাশ আংশিক মেঘলা থাকবে। আজকে শহরতলীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। তবে গুমোট গরমের জন্য ফিল লাইক টেম্পারেচার অনেকটাই বেশি হবে।
দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত নিয়ে বেশ চিন্তিত বিশেষজ্ঞরাও। শ্রাবণ মাসের এই সময় যেখানে জলমগ্ন হয় দক্ষিণবঙ্গ সেখানে ভারী বৃষ্টির কোন দেখা নেই। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি না শুরু হলেও, উত্তরবঙ্গে স্বমহিমায় ফিরে এসেছে বর্ষা। আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। উত্তরবঙ্গের বাকি ছয় জেলাতেও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।