অরূপ মাহাত: মরশুমের শেষ মুহূর্তে এসে ঝোড়ো ইনিংস খেলতে চলেছে বর্ষা। আগামী কয়েক ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়বৃষ্টির মুখোমুখি হতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ ওড়িশায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আজ সকাল থেকেই মেঘলা আবহাওয়া রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। সাথে রয়েছে ভ্যাপসা গরম। যে কারণে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায় আগামী দু তিন ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সর্তকতা জারি করেছে প্রশাসন৷
অন্যদিকে দেশের বিভিন্ন প্রান্তে সকাল থেকেই অতিরিক্ত পরিমাণে ঝড়বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসম ভবন। মৌসম ভবন সূত্রের খবর, তুমুল বৃষ্টিপাত হতে চলেছে পূর্ব মধ্যপ্রদেশ, উত্তরবঙ্গ, সিকিম, ওড়িশা, কর্নাটকের উপকূলীয় এলাকায়। এছাড়াও, কেরল ও পূর্ব রাজস্থানে প্রচন্ড বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। উপকূলীয় অঞ্চলে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। গুজরাত সরকারের পক্ষ থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।