দেড়শোতম ম্যাচে গোল করে ম্যাজিক্যাল মোমেন্ট তৈরি করলেন মেসি

বুধবার রাতেই ইউরোপীয় লিগে লিওনেল মেসির মাইলস্টোন ম্যাচ ছিল। আর এই মাইলস্টোন ম্যাচেও মেসি ম্যাজিক একইভাবে বজায় রইল। ইউরোপীয় লিগে বুধবারের রাতের ম্যাচটি ছিল মেসির ফুটবল ক্যারিয়ারের দেড়শোতম ম্যাচ। আর সেই ম্যাচেও অবিশ্বাস্য গোল করে দিনটিকে স্মরণীয় করে রাখলেন এলএম টেন।

চাম্পিয়নস লিগে ন্যু ক্যাম্পে ইউক্রেনের দল ডায়নামোর বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে নেমেছিল বার্সেলোনা। ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মধ্যেই পেনাল্টি থেকে গোল করেন লিওনেল মেসি। এর ফলে চাম্পিয়নস লিগে ৭১টি গোল করার রেকর্ডও গড়েছেন তিনি। এর ফলে খুশি মেসি ভক্তরা।

কিন্তু মেসির স্মরণীয় ম্যাচের দিন জয় পেতে কার্যত কালঘাম ছোটাতে হয়েছে বার্সেলোনাকে। তবে অবশেষে জয় পেয়েছে মেসির বার্সা।