টলিউডবলিউডবিনোদন

মৃত্যুর পরেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেল সুশান্তের ‘ছিছোড়ে’, আবেগঘন মুহূর্ত অনুরাগীদের

Advertisement

জাতীয় পুরস্কার হল এমন একটি পুরস্কার যা পাওয়ার স্বপ্ন প্রায় প্রতিটি ফিল্মমেকারের থাকে। বাংলা ফিল্মের ইতিহাসে ঋতুপর্ণ ঘোষ (Rituparno ghosh) এমন একজন পরিচালক যাঁর প্রত্যেকটি ফিল্ম জাতীয় পুরস্কার পেয়েছিল। বিখ্যাত পরিচালক ও নাসার প্রাক্তন বিজ্ঞানী এবং ‘রেড’-এর আবিষ্কারক বেদব্রত পাইন (bedabrata pain) তাঁর প্রথম ফিল্ম ‘চিটাগং’-এর জন‍্য চারটি স্বর্ণকমল পুরস্কার পেয়েছিলেন।

সম্প্রতি ঘোষিত হল 37 তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকা। গত বছর করোনা অতিমারীর কারণে লকডাউনের ফলে পিছিয়ে গিয়েছিল জাতীয় পুরস্কারের অনুষ্ঠান। চলতি বছর নয়াদিল্লীর ন‍্যাশনাল মিডিয়া সেন্টারে ঘোষিত হল জাতীয় পুরস্কারের তালিকা। এই তালিকা আরও একবার আবেগঘন মুহূর্ত তৈরী করল সুশান্ত সিং রাজপুত (sushant singh Rajput)-এর অনুরাগীদের জন্য। মৃত্যুর পরেও 37 তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকায় অম্লান হয়ে রইলেন সুশান্ত।

জাতীয় পুরস্কারের তালিকায় সেরা ফিল্মের পুরস্কার পেয়েছে ‘মারাক্কর-অরাবিক্কাদালিন্তে-সিমহম’। সেরা হিন্দি ফিল্মের পুরস্কার পেল সুশান্ত সিং রাজপুত অভিনীত ‘ছিছোড়ে’। সেরা বাংলা ফিল্মের পুরস্কার পেল সৃজিত মুখার্জি (srijit Mukherjee) পরিচালিত ‘গুমনামী’। এছাড়া এই ফিল্মের জন্য সৃজিত পেলেন সেরা পরিচালকের পুরস্কার। এছাড়াও অ্যাডপ্টেড চিত্রনাট্য বিভাগে সেরা চিত্রনাট্যের পুরস্কার ‘গুমনামী’। সেরা তেলেগু ফিল্মের পুরস্কার পেয়েছে ‘জার্সি’। সেরা তামিল ফিল্মের পুরস্কার পেল ‘অসুরণ’। এই ফিল্মে অভিনয়ের জন্য ধনুশ( Dhanush) পেলেন সেরা অভিনেতার পুরস্কার। বাংলা ফিল্ম ‘জ‍্যেষ্ঠপুত্র’ পেয়েছে তিনটি জাতীয় পুরস্কার। ফিল্মের পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik ganguly) পেলেন সেরা পরিচালকের সম্মান ও অরিজিনাল চিত্রনাট্যের জন্য এই ফিল্ম পেল সেরা চিত্রনাট্যের সম্মান। সেরা আবহ সঙ্গীতের জন্য পুরস্কার পেলেন ‘জ‍্যেষ্ঠপুত্র’- র সঙ্গীত পরিচালক প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় (prabudhdha Banerjee)। ‘ভোঁসলে’ ফিল্মের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee)। ‘মণিকর্ণিকা’ ও ‘পাঙ্গা’ ফিল্মের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন কঙ্গনা রাণাওয়াত (kangana Raunat)। সেরা শিশুশিল্পী হল নাগা বিশাল (Naga vishal)। ‘বাহাত্তর হুরিয়াঁ’ ফিল্মের জন্য সেরা পরিচালক হলেন সঞ্জয় পূরণ সিং চৌহান (sanjay puran singh chauhan)। ‘তাশকেন্ট ফাইলস’ পেলেন দুটি পুরস্কার। এই ফিল্মে সেরা সংলাপের জন্য পুরস্কার পেলেন বিবেক অগ্নিহোত্রী (vivek agnihotri) এবং সেরা সহ অভিনেত্রীর পুরস্কার পেলেন পল্লবী জোশী (Pallavi joshi)। ‘সুপার ডিলাক্স’-এ অভিনয় করে সেরা সহ অভিনেতার পুরস্কার পেলেন বিজয় সেতুপতি (Vijay setupati)। সামাজিক বিষয় বিভাগে সেরা ফিল্মের পুরস্কার পেল ‘আনন্দী গোপাল’।

Related Articles

Back to top button