Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

শীঘ্রই Ullu-তে মুক্তি পেতে চলেছে এই ৪ ঘাম ঝরানো ওয়েব সিরিজ, ভুলেও বাচ্চাদের সামনে দেখবেন না

Updated :  Tuesday, October 17, 2023 6:14 PM

করোনা মহামারির কারণে যখন গোটা সিনেমা জগত বিধ্বস্ত হয়ে পড়েছিল, ঠিক তখনই OTT প্লাটফর্মে রিলিজ করা হয় একের পর এক ওয়েব সিরিজ। হাসির ওয়েব সিরিজ তো বটেই, সাথে একাধিক হট ওয়েব সিরিজ করা হয় OTT প্ল্যাটফর্ম উল্লু-তে। যা অবসর সময়কে আনন্দদায়ক করে তোলার জন্য দেখতে শুরু করেন নেটিজেনরা।

তবে করোনা মহামারির প্রকোপ দূর হওয়ার পরেও আজকাল মানুষ গো-ক্রাশে এই সমস্ত সাহসী ওয়েব সিরিজের রস আস্বাদন করছে। আমরা আপনাদের বলে রাখি, চলতি বছরের শেষ লগ্নে Ullu-তে মুক্তি পেতে চলেছে আরও ৪টি ঘাম ঝরানো ওয়েব সিরিজ। আজকের নিবন্ধে চলুন জেনে নেওয়া যাক, কবে কোন ওয়েব সিরিজ মুক্তি পেতে চলেছে-

১. সবাক ইশক কা: ছাত্র এবং শিক্ষিকার ঘটনা দ্বারা সাজানো হয়েছে ওটিটি প্ল্যাটফর্মের এই উষ্ণতম ওয়েব সিরিজ। ওয়েব সিরিজটিতে আলেন্দ্র বিল এবং লাভ প্রীত কৌর সাহসী দৃশ্যে অভিনয় করেছেন। যা চলতি বছরের ১৯শে সেপ্টেম্বর মুক্তি পেয়ে।

২. চর্মসুখ – জানে অঞ্জনে মে ৭: Ullu-তে সাহসী ওয়েব সিরিজের তালিকায় জায়গা করে নিয়েছে এই ওয়েব সিরিজটি। যা চলতি বছর মুক্তি পাবে। এর আগের ছয়টি সিজন বিশেষভাবে পছন্দ করেছেন নেটিজেনরা। জিনি জাজ , দীপক দত্ত শর্মা এবং পিহু সিং অভিনীত এই ওয়েব সিরিজটি আপনার জন্য স্বর্গ সুখ এনে দিতে পারে।

শীঘ্রই Ullu-তে মুক্তি পেতে চলেছে এই ৪ ঘাম ঝরানো ওয়েব সিরিজ, ভুলেও বাচ্চাদের সামনে দেখবেন না

৩. কিটি পার্টি: উল্লু অ্যাপে সব থেকে প্রতীক্ষিত এই ওয়েব সিরিজটির মুক্তির দিন এখনও ঘোষণা করা হয়নি। তবে এর সাহসী টেইলর দেখে নিদ্রাহীন ভাবে অপেক্ষা করছেন নেটিজেনরা। সাহসী এই ওয়েব সিরিজের বিভিন্ন দৃশ্যে অভিনয় করছেন পুনম রাজপুত, পায়েল পাতিল, পূজা পোদ্দার, সামিত পল, আলি শেখ, গৌরব সিং, শেক্সপিয়র এস. ত্রিপাঠি, পায়েল প্যাটেল এবং ভিহান কাপুর।

শীঘ্রই Ullu-তে মুক্তি পেতে চলেছে এই ৪ ঘাম ঝরানো ওয়েব সিরিজ, ভুলেও বাচ্চাদের সামনে দেখবেন না

৪. মিষ্টি: উল্লু অ্যাপে আরও একটি প্রতীক্ষিত ওয়েব সিরিজ হল মিষ্টি। যে ওয়েব সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেছেন ভারতী ঝা। ৩০শে সেপ্টেম্বর এই সাহসী ওয়েব সিরিজ রিলিজ করা হয়েছে।