VIDEO: ক্লাসরুমে ‘জুত্তি মেরি’ গানে ছোট্ট মেয়ের নাচ, ভিডিও শেয়ার করলেন শিক্ষক – ভক্তরা বলছেন – ‘একেবারে আদুরে’

নাচের মঞ্চ বড় হোক বা ছোট, প্রতিভা কখনও লুকিয়ে থাকে না। তার প্রমাণ দিল এক খুদে মেয়ে, যার নাচে মুগ্ধ হয়েছে নেটদুনিয়া। জনপ্রিয় গায়িকা নেহা ভাসিনের গান ‘জুত্তি মেরি’-র তালে দারুণ নেচে সকলের মন জয় করে নিয়েছে সে।
ভিডিওতে কী আছে?
একটি ছোট্ট ক্লাসরুম। সেখানে বাজছে গান, আর সেই সুরের তালে খুদে নৃত্যশিল্পীর নিখুঁত স্টেপ। প্রতিটি বিটে তার নাচ যেন একেবারে ঠিকঠাক মিলে যাচ্ছে। কিন্তু শুধু নাচ নয়, তার খেলা-খেলা মুখভঙ্গি দর্শকদের আরও বেশি আকৃষ্ট করেছে। যেন চারপাশে কেউ নেই, শুধু গান আর তার নাচই পুরো পরিবেশ ভরিয়ে তুলেছে।
কে শেয়ার করেছেন ভিডিওটি?
এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন খুদে নৃত্যশিল্পীর শিক্ষক দেব ছেত্রি, যিনি পেশায় কোরিওগ্রাফার। ভিডিও পোস্ট করার সময় তিনি ক্যাপশনে লিখেছেন— “Played a song in class & she danced like no one’s watching. Her confidence + cute expressions = pure magic.” অর্থাৎ, তাঁর মতে আত্মবিশ্বাস আর মিষ্টি অভিব্যক্তি মিলে তৈরি হয়েছে এক অনন্য পরিবেশনা।
ভাইরাল সাড়া
পোস্ট হওয়ার পর থেকেই ভিডিওটি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে। ইতিমধ্যেই প্রায় ৯.৬৪ লক্ষ ভিউ হয়েছে এই ক্লিপটির। শুধু ভিউ নয়, লাইক আর কমেন্টের বন্যায় ভেসেছে পোস্ট। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ইউজার প্রশংসায় ভরিয়ে দিয়েছেন খুদে নৃত্যশিল্পীকে।
নেটিজেনদের প্রতিক্রিয়া
কমেন্ট বক্স ভরে গেছে ভালোবাসা আর মিষ্টি বার্তায়। কেউ লিখেছেন— “That was so cute when she was enjoying the beats more than the song.” আরেকজন লিখেছেন— “The way she’s thoroughly enjoying herself.” অন্য এক ইউজারের কথায়— “Blessed my feed. She’s so cute. I hope that remains as she grows old.” এমনকি একজন লিখেছেন, “Soo Cute, social anxiety itself is scared of her.”
খুদে তারকার আত্মবিশ্বাস
আজকের দিনে অনেকেই প্রকাশ্যে পারফর্ম করতে লজ্জা পান। কিন্তু এই ছোট্ট মেয়েটির নাচে স্পষ্ট হয়েছে আত্মবিশ্বাস। কোনও সংকোচ ছাড়াই, চারপাশকে ভুলে গিয়ে নিজের নাচ উপভোগ করেছে সে। আর সেই স্বাধীনতা আর আনন্দই মানুষকে এতটা আকৃষ্ট করেছে। এই ভিডিও প্রমাণ করে, প্রতিভা বয়সে বাঁধা পড়ে না। খুদে হলেও মনের আনন্দে করা নাচই হয়ে উঠতে পারে ভাইরাল ম্যাজিক।
View this post on Instagram