Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Viral: বিরাট হাতির থেকে দুধ পান করছে এক খুদে কন্যা, মুহূর্তে ভিডিও ভাইরাল

Updated :  Monday, January 31, 2022 9:38 PM

বর্তমান যুগে বিনোদনের অন্যতম অঙ্গ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ভিডিও দেখা যায়। অনেক মানুষ পশু পাখির ভিডিও দেখতে পছন্দ করেন। আবার অনেকে পশু পাখির ভিডিও দেখে ভয় পান। কিন্তু পশু পাখির ভিডিও পোস্ট করলেই তা কমবেশি ভাইরাল হয়ে যায়। তাই নেটিজেনরা পশুপাখির কোনো অদ্ভুত কার্যকলাপ বা কোনো কর্মকান্ড দেখলে তা ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে থাকে। সম্প্রতি এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে যাতে দেখা গিয়েছে এক বিশাল জন্তুর সাথে ছোট্ট মেয়ের মিষ্টি সম্পর্ক।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, একটি ছোট্ট মেয়ে, বিশাল হাতির থেকে দুধ পান করছে। শুনে অবাক লাগলেও এটা সত্যি! ভিডিওটি দেখলে আপনিও বিশ্বাস করতে বাধ্য হবেন। জানা গিয়েছে, ওই ছোট্ট মেয়েটি আসামের গোলাঘাট জেলায় বসবাস করে। তাঁর নাম হরষিতা বোরা। তাঁদের পরিবারের সাথেই থাকে বিরাট হাতিটি। প্রায় সময় হাতিটির সাথে উঠোনে খেলা করে মেয়েটি। ভাইরাল ভিডিওতেও দেখা গিয়েছে ওই মেয়েটি হাতির শুঁড় ধরে ঝুলে খেলা করছে এবং তার থেকে দুধপান করছে। সাধারণত, গরু বা ছাগলের থেকে দুধ পান করা দেখা গেলেও, হাতির থেকে দুধপান করা বেশ বিরল দৃশ্য বলা যেতে পারে।

ভাইরাল ভিডিওতে মূল আকর্ষণ হয়ে উঠেছে ওই হাতির কার্যকলাপ। মেয়েটি যখন তার দুধ খেতে চায়, সে খুশি হয়ে এগিয়ে গিয়ে দুধ খাওয়ার সুযোগ করে দেয়। এই মিষ্টি মুহূর্ত ছোট্ট মেয়েটির পরিবার দেখতে পেলে তা ক্যামেরাবন্দি করে এবং সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। পোস্ট করার সাথে সাথে ভিডিওটি মুহূর্তের মধ্যে ব্যাপক ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা ভিডিও দেখে ওই ছোট্ট মেয়ে এবং হাতির আন্তরিক সম্পর্ক সমন্ধে ব্যাপক প্রশংসা করেছেন।

ছোট্ট মেয়েটি ওই হাতিটিকে বিনু বলে ডাকে। হাতিটিও ওই ছোট্ট মেয়েটির সাথে খেলা করতে খুব পছন্দ করে। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেই তা চোখের পলকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায়। অগুনতি মানুষ ওই ভিডিওটি দেখেছেন এবং সকলেই প্রায় লাইক দিয়েছেন ভিডিওতে। কেউ কেউ কমেন্ট করে ওই মেয়ে এবং হাতির শিশুসুলভ সরল মনের প্রশংসা করেছেন।