ভাইরাল & ভিডিও

স্কুল ড্রেসে বাবা মায়ের আত্মত্যাগ নিয়ে ভোজপুরি ভাষায় গান গাইল ছোট্ট কন্যা, চোখে জল নেটিজেনদের

ভাইরাল ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন আইএস অফিসার অবনীশ শরণ

Advertisement

বর্তমান যুগে আমাদের প্রত্যেকের জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে মোবাইল ফোন এবং ইন্টারনেট পরিষেবা। এই দুটি ছাড়া এই ডিজিটাল জামানায় দিন কাটানো প্রায় অসম্ভব বলা যেতে পারে। ইন্টারনেট পরিষেবা গোটা বিশ্বের কোনায় কোনায় পৌঁছে গিয়েছে। সেই উন্নতির ধারা বজায় রেখে বর্তমান যুগে বিনোদন এবং খবরের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া। টিভি, রেডিও ইত্যাদির ব্যবহার কমিয়ে সবকিছুর পরিপূরক হয়ে উঠেছে স্মার্টফোনের পর্দার কয়েকটি সোশ্যাল মিডিয়া অ্যাপ। এই সোশ্যাল মিডিয়াতে মাঝেমাঝেই ভাইরাল হয় হরেকরকমের ভিডিও। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যা ইমোশনাল করে তুলেছে গোটা নেটদুনিয়াকে।

পার্থিব জীবন থাকাকালীন কোনো মানুষ ভগবানের দেখা পান না। কিন্তু এই জগতে নিঃস্বার্থ ভাবে কেউ যদি আপনার পাশে দাঁড়িয়ে থাকে, তিনি হলেন বাবা-মা। তাই তো কথায় আছে, ভগবানের স্বরূপ হয় এই পার্থিব জগতে সবার বাবা-মা থাকে। তবে বর্তমান প্রজন্মের একাংশ বাবা-মায়ের মাহাত্ম্যকে ভুলে গিয়ে তাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়ার মতো কাজ করে বসে। তবে সবাই যে এমন, তা বলা ঠিক হবে না। বাবা মায়ের প্রতি ভালোবাসার নিদারুণ উদাহরণ দিয়েছেন অনেকেই। তবে সম্প্রতি উত্তরপ্রদেশের একটি ছোট্ট মেয়ে ভোজপুরি ভাষায় গান করে মা বাবার প্রতি ভালোবাসা ব্যক্ত করেছে যা মন ছুঁয়ে গেছে নেটিজেনদের।

উত্তরপ্রদেশের ওই ছোট্ট মেয়েটি স্কুলে দাঁড়িয়ে সকল পড়ুয়াদের সামনে নিজের মা-বাবার জন্য প্রান ঢেলে গান গেয়েছে। ভোজপুরি ভাষায় তাঁর অসম্ভব সুন্দরী গান মন ছুঁয়ে গেছে সকলের। ছোট্ট মেয়েটির অপূর্ব গানের গলা এবং সেইসাথে গানের প্রতিটি কথার গভীর অন্তর্নিহিত অর্থ মনে লেগেছে সকল নেটিজেনের। গানের মাধ্যমে মেয়েটি তুলে ধরেছেন কিভাবে মা-বাবা তাদের সন্তানদের সুন্দর জীবন দিতে ত্যাগ স্বীকার করে নেন। বাবা-মায়ের আত্মত্যাগের কাহিনী গানের মাধ্যমে শুনে চোখে জল এসেছে নেটিজেনদেরও।

ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন আইএস অফিসার অবনীশ শরণ। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আসতেই মুহুর্তের মধ্যে ব্যাপক ভাইরাল হয়ে যায়। জানা গিয়েছে, ওই ছোট্ট মেয়েটি উত্তরপ্রদেশের ভাতওয়ালিয়া গ্রামের একটি স্কুলে পড়াশোনা করে। তাঁর বাবা মায়ের আত্মত্যাগের কথা তুলে ধরে ভোজপুরি ভাষায় সুরেলা কন্ঠের গান পছন্দ হয়েছে গোটা দেশবাসীর। ভিডিওটিতে ইতিমধ্যেই ৯ হাজারের কাছাকাছি লাইক পড়েছে এবং অগুনতি মানুষ ভিডিওটিকে শেয়ার করেছেন।

Related Articles

Back to top button