কোটি টাকার বাড়ি-গাড়ি, আম্বানির থেকেও বিলাসবহুল জীবন-যাপন করেন দক্ষিণের এই তারকা

আজকাল বলিউডের পাশাপাশি অগণিত টাকা উপার্জন করছেন দক্ষিণী সিনেমার অভিনেতা-অভিনেত্রীরা। যার ফলে বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে তারা আলোচনায় উঠে এসেছেন। বিশেষ করে নিজেদের রাজকীয় জীবন যাপনের জন্য সর্বদা মিডিয়ার শিরোনামে…

আজকাল বলিউডের পাশাপাশি অগণিত টাকা উপার্জন করছেন দক্ষিণী সিনেমার অভিনেতা-অভিনেত্রীরা। যার ফলে বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে তারা আলোচনায় উঠে এসেছেন। বিশেষ করে নিজেদের রাজকীয় জীবন যাপনের জন্য সর্বদা মিডিয়ার শিরোনামে থাকেন। আজ আমরা এই নিবন্ধে দক্ষিণের এমন একজন সুপারস্টারের লাইফ স্টাইল সম্পর্কে বলতে চলেছি, যা আপনি কল্পনাতেও অনুভব করতে পারবেন না। বিভিন্ন মিডিয়ায় ইতিমধ্যে দাবি করা হয়েছে, দক্ষিণের এই সুপারস্টার মুকেশ আম্বানির চেয়েও রাজকীয় জীবন যাপন করেন।

তবে নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, ভারতের অন্যতম সেরা ব্যবসায়ী মুকেশ আম্বানি নিজের রাজকীয় জীবনযাপনের জন্য সর্বদা সংবাদ শিরোনামে থেকেছেন। পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল বাড়ি থেকে শুরু করে নিজস্ব প্লেন, সবই রয়েছে তার সংগ্রহে। এমনকি পৃথিবীর সবচেয়ে দামি গাড়ির বহর রয়েছে তার সংগ্রহশালায়। এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মুকেশ আম্বানির বাড়িতে প্রায় ৬০০ কর্মচারী রয়েছে যারা বাড়ির পরিচর্যা করেন।

এত রাজকীয়তার পরেও মুকেশ আম্বানির সাথে তুলনা করা হচ্ছে দক্ষিণী সুপারস্টারের লাইফ স্টাইল। আমরা আপনাদের বলে রাখি, দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা নাগার্জুনের রাজকীয় জীবনযাপনের চিত্র সম্প্রতি প্রকাশ্যে এসেছে। যা দেখে সাধারণ মানুষের পাশাপাশি হতবাক হয়ে পড়ছেন অনেক সেলিব্রেটিরাও। বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে, তিনি মুকেশ আম্বানির চেয়েও রাজকীয় জীবন যাপন করেন।

আমরা আপনাদের বলে রাখি, দক্ষিণের অন্যতম জনপ্রিয় অভিনেতা নাগার্জুনের মোট সম্পত্তির পরিমাণ ৩০১০ কোটি টাকা। যার একটি বড় অংশ তিনি খরচ করে থাকেন রাজকীয় জীবন যাপনের জন্য। বিভিন্ন মাধ্যমে বলা হয়েছে, দক্ষিণের এই জনপ্রিয় অভিনেতার রয়েছে প্রাসাদ তুল্য বাড়ি। তার সাথে Audi, Mercedes Rolls-Royce-এর মত ব্র্যান্ডেড গাড়ির সংগ্রহ। এছাড়া ভারতের বিভিন্ন শহরে একাধিক বাড়ি রয়েছে নাগার্জুনের।