Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাড়তে চলেছে লোকাল এবং দূরপাল্লা ট্রেনের ভাড়া

এক্সপ্রেস এবং লোকাল দুই ট্রেনেরই ভাড়া বাড়তে চলেছে। যদিও আনুষ্ঠানিক কোনো ঘোষণা হয়নি তবে রেলবোর্ডের চেয়ারম্যান বিনয় কুমার যাদব বলেছেন, "রেলের যাত্রীদের ভাড়া এবং পন্য মাশুল বিষয়ে আলোচনা করছে রেলমন্ত্রক।…

Avatar

এক্সপ্রেস এবং লোকাল দুই ট্রেনেরই ভাড়া বাড়তে চলেছে। যদিও আনুষ্ঠানিক কোনো ঘোষণা হয়নি তবে রেলবোর্ডের চেয়ারম্যান বিনয় কুমার যাদব বলেছেন, “রেলের যাত্রীদের ভাড়া এবং পন্য মাশুল বিষয়ে আলোচনা করছে রেলমন্ত্রক। যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে খুব জলদিই ঘোষণা করা হবে।”

জানা গেছে ঝাড়খন্ড বিধানসভা নির্বাচন চলার জন্য রেলমন্ত্রক থেকে এই বিষয়ে যাবতীয় ঘোষণা করা হয়নি। তবে বাজেট পেশ করার আগে এই ঘোষণা করার সম্ভাবনা রয়েছে। মোদী সরকার আসার পর রেলে অনেক গুলি সংস্কার করা হলেও ভাড়া বৃদ্ধি করা হয়নি। যাবতীয় লোকসান মেটানোর জন্য রেল মন্ত্রক এবার কিলোমিটার প্রতি ৫ টাকা ৪০ পয়সা ভাড়া বাড়ানোর কথা স্থির হয়েছে বলে শোনা যাচ্ছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : ১৪৫ দিন পর স্বাভাবিক হচ্ছে কার্গিলের ইন্টারনেট পরিষেবা

সম্প্রতি ক্যাগ রিপোর্ট থেকে জানা গেছে ২০১৭-১৮ সালে রেলের অপারেটিং রেশিও ৯৮.৪৪ শতাংশ যার মানে হল ১০০ টাকা আয় করতে রেলকে খরচ করতে হচ্ছে ৯৮.৪৪ টাকা। কম রাজস্ব আদায় এবং লোকসানের হার কম করতে যাত্রী ভাড়া বাড়াতে পারে রেল কর্তৃপক্ষ।

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ফেব্রুয়ারি মাসে বাজেট পেশ করবেন। এটি পেশ করার আগেই ভাড়া বৃদ্ধি ঘোষণা করতে পারে রেলমন্ত্রক।

About Author