পশ্চিমবঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কিন্তু তার মধ্যেও পথে-ঘাটে ট্রেনে বাসে বহু মানুষ কেমন আছেন যারা এখনো পর্যন্ত মাস্ক পরতে চাইছেন না। তাই তাদেরকে শায়েস্তা করার জন্য এবার জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট ঘোষণা করে দিল নতুন বেশকিছু কড়া পদক্ষেপ। এবার থেকে যদি মুখে মাস্ক না পড়েন তাহলে আর কিন্তু উঠতে পারবেন না বাসে। নতুন নির্দেশিকা জারি করা হচ্ছে আর কিছুদিন পর থেকেই। গতবছর মার্চ মাসে যখন প্রথমবার করোনা ভাইরাসের ঘটনা ঘটেছিল পশ্চিমবঙ্গে তারপর থেকেই বিভিন্ন স্বাস্থ্যবিধি মেনে চলা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছিল।
করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখার অন্যতম প্রধান অস্ত্র হলো মাস্ক পরা এবং হাত স্যানিটাইজ করা। কিন্তু, এখনো বহু মানুষ আছেন যারা মাস্ক না পরে রাস্তায় বেরিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে পুলিশ তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করেছিল এবং জায়গায় জায়গায় কান ধরে উঠবস করিয়েছিলো সেই সমস্ত মানুষদের। চলেছিল ধরপাকড়। কিন্তু এখনো মানুষের হুশ ফিরছে না।
এই মানুষজনকে আবারো করোনাভাইরাস এর বিধি নিষেধ এর ব্যাপারে বুঝিয়ে দিতে শনিবার কড়া পদক্ষেপ গ্রহণ করেছিল নবান্ন। নবান্নে তরফে জানানো হয়েছিল, যদি কোন ব্যক্তি মাস্ক ছাড়া বাইরে বেরিয়ে পড়েন এবং শারীরিক দূরত্ব বিধি না মানেন তাহলে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। তা থেকে এক কদম এগিয়ে, এবারে বাস মালিক সংগঠন জারি করেছিল নতুন নির্দেশিকা। এবার থেকে আপনার যদি মাস্ক না থাকে তাহলে আপনি কোন বাসেই উঠতে পারবেন না।