শিয়ালদহ শাখায় আগামী রবিবার এবং শনিবার বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেলওয়ে। দমদম স্টেশনে মেইন সেকশনের আপ লাইনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পূর্ব রেলের তরফ থেকে। এর জেনে নিত্যযাত্রীরা ভোগান্তিতে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। পূর্ব রেল জানিয়েছে শনিবার রাত সাড়ে নটা থেকে রবিবার সকাল সাড়ে নটা পর্যন্ত দমদম স্টেশনের মেইন লাইনে কাজ চলবে। সেই কারণে দুদিন বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পূর্ব রেলের তরফ থেকে।
ইতিমধ্যে বৃহস্পতিবার এই কথা জানিয়ে দিয়েছে রেল। শনিবার শিয়ালদহ থেকে তিনটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে। ঐদিন বনগাঁ থেকে বাতিল করা হয়েছে দুটি ট্রেন এবং একটি ট্রেন বাতিল হয়েছে ডানকুনি থেকে। অন্যদিকে রবিবার শিয়ালদহ থেকে ১২টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে যার মধ্যে বনগাঁ থেকে বাতিল হয়েছে তিনটি ট্রেন।
এছাড়াও হাসনাবাদ থেকে দুটি ট্রেন বাতিল করা হয়েছে, হাবড়া থেকে দুটি ট্রেন বাতিল করা হয়েছে, ডানকুনি থেকে বাতিল হয়েছে তিনটি ট্রেন, দত্তপুকুর থেকে বাতিল হয়েছে দুটি ট্রেন এবং বারাসাত থেকে বাতিল হয়েছে আরো একটি লোকাল ট্রেন। রবিবার সকাল ৭টা ২ মিনিটের বদলে সকাল ৮ টা ১০ মিনিটে বারাসাত স্টেশন থেকে ছাড়বে বারাসাত-দত্তপুকুর লোকাল।













A$AP Rocky Appears to Confirm Marriage to Rihanna, Calls Himself a ‘Loving Husband’