Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Local Train Cancelled: ১২ ঘন্টা থাকবে বিদ্যুৎ বিচ্ছিন্ন, বাতিল শিয়ালদহ মেইন লাইনের ৪২ টি লোকাল ট্রেন

Updated :  Saturday, October 15, 2022 9:20 PM

শিয়ালদহ মেন লাইনে একের পর এক লোকাল ট্রেন বাতিল হবে এবার। ফলে নিত্য যাত্রীদের যে চরম ভোগান্তির শিকার হতে হবে, তা আলাদাভাবে বলার দরকার নেই। আসলে নৈহাটি রানাঘাট রেল লাইনে কাজ চলছে। আর সেইজন্য একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। জানা গিয়েছে, হালিশহর নৈহাটি লাইনে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে। আজ অর্থাৎ শনিবার রাত দশটা থেকে রবিবার সকাল ১০ টা পর্যন্ত ট্রেন বাতিল থাকবে। এই ১২ ঘন্টায় মেইন লাইনে মোট ৪২ টি লোকাল ট্রেন বাতিল থাকছে। এরফলে রাতের যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হবে।

এই প্রসঙ্গে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন আধিকারিক জানিয়েছেন যে নৈহাটি থেকে রানাঘাট পর্যন্ত তৃতীয় লাইনের কাজ চলছে। তাই হালিশহর থেকে নৈহাটির মধ্যে আজ ট্রাফিক এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে। সেই কারণে আজ রাত দশটা থেকে আগামীকাল সকাল দশটা পর্যন্ত মোট ১২ ঘন্টা সময়ে ৪৩ টি লোকাল ট্রেন বাতিল হচ্ছে। নৈহাটি এবং ব্যারাকপুর লোকাল বাদ দিয়ে মেন লাইনে আর যে ট্রেন চলে যেমন কল্যাণী লোকাল, রানাঘাট লোকাল, কৃষ্ণনগর লোকাল, শান্তিপুর লোকাল-সহ অনেক ট্রেন বাতিল থাকছে।

পূর্ব রেলের পক্ষে আরও জানানো হয়েছে যে মোট ৪২ টি লোকাল ট্রেন বাতিল হওয়াতে নিত্যযাত্রীদের অনেক সমস্যায় পড়তে হবে। কিন্তু যাত্রীদের পরবর্তী সময়ের সুবিধার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাজ হয়ে গেলে মেন লাইনে পরিষেবা অনেক উন্নত হবে। তাই আগে থাকতেই নোটিশ দিয়ে ট্রেন বাতিল করা হয়েছে। তাছাড়া কাজের জন্য শনি এবং রবিবার রাতের দিকের সময়কে বেছে নেওয়া হয়েছে যাতে কম সংখ্যক যাত্রীকে সমস্যার সম্মুখীন হতে হয়।