Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Local Train Cancelled: শনি ও রবিবার শিয়ালদহ হাসনাবাদ লাইনে বাতিল অনেক লোকাল ট্রেন, রইলো বাতিলের তালিকা

Updated :  Saturday, February 25, 2023 11:05 AM

বাংলায় লোকাল ট্রেনের দৌলতে সকাল সকাল কলকাতার বুকে কাজ করতে আসেন হাজার হাজার মানুষ। এছাড়াও খুবই কম সময়ে এবং অত্যন্ত কম খরচে দূরের কোনো জায়গায় যাতায়াত করতে হলে লোকাল ট্রেনের চেয়ে ভালো আর কিছু হতে পারে না। কিন্তু মাঝে মাঝেই রেলওয়ের কাজের জন্য ব্যাহত হয় লোকাল ট্রেন পরিষেবা। বারাসত হাসনাবাদ লাইনে ডবল লাইন সংক্রান্ত কাজের জন্য ব্রিজের স্ল্যাব ওঠানো-নামানোর কাজ চলবে। সেজন্য শনিবার রাত ১০ টা থেকে রবিবার সকাল ৭ টা পর্যন্ত সোন্দালিয়া এবং লাবুতলা স্টেশনের মধ্যে ট্র্যাফিক ও পাওয়ার ব্লক চলবে। আর সেই কারণেই বাতিল করা হয়েছে একাধিক লোকাল ট্রেন। কোন দিন কোন লোকাল ট্রেন বাতিল হয়েছে জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

শনিবার বাতিল হওয়া লোকাল ট্রেনের তালিকা:

  • আপ ৩৩৩২৩ বারাসত-হাসনাবাদ লোকাল
  • আপ ৩৩৩২৫ বারাসত-হাসনাবাদ লোকাল
  • আপ ৩৩৫৩৩ শিয়ালদা-হাসনাবাদ লোকাল
  • ডাউন ৩৩৫৩৮ হাসনাবাদ-শিয়ালদা লোকাল
  • ডাউন ৩৩৩১৮ হাসনাবাদ-বারাসত লোকাল
  • ডাউন ৩৩৩২০ হাসনাবাদ-বারাসত লোকাল

রবিবার বাতিল হওয়া লোকাল ট্রেনের তালিকা:

  • আপ ৩৩৩১১ বারাসত-হাসনাবাদ লোকাল
  • আপ ৩৩৩১৩ বারাসত-হাসনাবাদ লোকাল
  • আপ ৩৩৫১৭ শিয়ালদা-হাসনাবাদ লোকাল
  • ডাউন ৩৩৫১২ হাসনাবাদ-শিয়ালদা লোকাল
  • ডাউন ৩৩৫১৪ হাসনাবাদ-শিয়ালদা লোকাল
  • ডাউন ৩৩৩১২ হাসনাবাদ-বারাসত লোকাল