নিউজরাজ্য

Local Train Cancelled: প্রচুর লোকাল ট্রেন বাতিল আজ হাওড়া ও শিয়ালদহ থেকে, চরম ভোগান্তির শিকার যাত্রীরা

শিয়ালদহ বিভাগের বিভিন্ন শাখায় একদিনে ৪২ টি ট্রেন বাতিলের ঘোষণা করেছে রেল

Advertisement

বাংলার বুকে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে যাতায়াত করার জন্য লাইফলাইন হল লোকাল ট্রেন। দৈনন্দিন প্রচুর মানুষ এই লোকাল ট্রেনের ভরসাতেই অত্যন্ত সাধ্যের মধ্যে খরচ করে নিজের গন্তব্যে পৌঁছাতে পারেন। তবে শেষ কিছু মাস ধরে বাংলা লোকাল ট্রেন লাইনে চলছে বিভিন্ন কাজ। আর তাই মাঝে মাঝেই বাতিল হচ্ছে একগুচ্ছ লোকাল ট্রেন। বর্ধমান এবং দমদম স্টেশনের কাছে লাইনের কাজের কারণে অনেক লোকাল ট্রেন বাতিল থাকবে। শনিবার, হাওড়া-বর্ধমান মেন লাইনে ১২ টি আপ এবং ডাউন ট্রেন এবং কর্ড লাইনে ১০ টি ট্রেন বাতিল করা হবে। অন্যদিকে শিয়ালদহ বিভাগের বিভিন্ন শাখায় একদিনে ৪২ টি ট্রেন বাতিলের ঘোষণা করেছে রেল। শিয়ালদহ মেন লাইনের দমদম স্টেশনে রেলের কাজের জন্য ৮ ঘণ্টার পাওয়ার ব্লক চলছে।

হাওড়া ডিভিশনের ডাউন হাওড়া-বর্ধমান কর্ড লাইনের বর্ধমান স্টেশনের কাছে ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের কারণে যানজট রয়েছে। এই সময়ের মধ্যে, বিভাগের অনেক ইএমইউ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। আজ প্রধান লাইনে বাতিল হওয়া ট্রেনগুলি হল বর্ধমান স্টেশন থেকে 37834, 37836, 37838, 37840, 37842, 37848। কার্ড লাইনে বাতিল হওয়া ট্রেনগুলি হল বর্ধমান স্টেশন থেকে 36838, 36840 36842, 36844, 36848 হাওড়া স্টেশন থেকে 36823, 36825, 36827, 36829, 368311।

শনিবার বাতিল হওয়া ইএমইউ লোকাল ট্রেনগুলির মধ্যে রয়েছে শিয়ালদহ-বনগাঁ আপ 33813/ Dn 33814, শিয়ালদহ- হাবরা আপ 33651, 33653/ Dn 33652, 33654, শিয়ালদহ- হাসনাবাদ আপ 33511/ Dn 231231, Sealdah-Hasnabad Up 33511/ Dn 2312314, 32215, 32217, 32219/ডাউন 32212, 32214, 32216, 32218, 32220, শিয়ালদহ-দত্তপুকুর আপ 33613/ডাউন 33612, 33616, শিয়ালদহ 313/Sealdah-31D53/Sealdah e আপ 31911/ডাউন 31 914, শিয়ালদহ – কৃষ্ণনগর আপ 31813, 31815 / ডাউন 31802, 31814, শিয়ালদহ-ব্যারাকপুর আপ 31213/ ডাউন 31214, শিয়ালদহ-নৈহাটি-বজবজ আপ 31411/ ডাউন 34052, আপ 31051, D2138, D2138, D2138 বজবজ-শিয়ালদহ আপ 34117/ ডাউন 3411 8, শিয়ালদহ-রানাঘাট আপ হল 31611, 31615/ ডাউন হল 31612, 316141।

Related Articles

Back to top button