Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

এবার বাংলায় লোকাল ট্রেন ছুটবে ১২০ কিমি ঘণ্টায়, কোন রুটে চলবে?

Updated :  Sunday, January 21, 2024 9:46 AM

দেশের প্রত্যেকটি সাধারণ মানুষের মধ্যে ভারতীয় রেলের একটা তুমুল জনপ্রিয়তা রয়েছে। ছোট দূরত্ব থেকে বড় দূরত্ব সব জায়গায় ভ্রমণ করার জন্যই ভারতীয় রেলের পরিষেবা সবাই পছন্দ করেন। বঙ্গের বুকে এক জেলা থেকে অন্য জেলায় যাওয়ার লাইফলাইন এই লোকাল ট্রেন। এই পরিষেবা উন্নয়নের জন্য এক নতুন অভাবনীয় কাজ করেছে পূর্ব রেলওয়ে। পূর্ব রেলের উদ্যোগে শেওড়াফুলি-আরামবাগ লাইনে ট্রেনের গতিবেগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে গতকাল তারকেশ্বর থেকে শেওড়াফুলি পর্যন্ত পরীক্ষামূলক ট্রায়াল চালানো হয়। এই ট্রায়াল সফলভাবে সম্পন্ন হয়েছে বলে পূর্ব রেল জানিয়েছে।

বর্তমানে এই লাইনে ট্রেনগুলির গতিবেগ ঘণ্টায় ৮০ কিলোমিটার। নতুন গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার হলে এই লাইনের ১৫টি স্টেশন মাত্র এক ঘণ্টায় পাড়ি দেওয়া সম্ভব হবে। ট্রায়াল রান অনুসারে, তারকেশ্বর থেকে শেওড়াফুলি পর্যন্ত ৩৪ কিলোমিটার দূরত্ব মাত্র ২৭ মিনিটে পাড়ি দিয়েছে একটি চার কামরার ট্রেন। এই রানে ট্রেনের সর্বাধিক গতিবেগ ছিল ১২৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়। গড় গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার।

এই পরীক্ষামূলক ট্রায়াল সফল হলে আগামী দিনে আরামবাগ থেকে হাওড়া পৌঁছানোর সময় অনেকটাই কমে যাবে। এছাড়াও, আরামবাগ রেল স্টেশনকে জংশন করার পরিকল্পনাকেও এটি আরও এগিয়ে নিতে সাহায্য করবে।আরামবাগ লোকালের গতিবেগ বাড়ানোর উদ্যোগটি একটি ইতিবাচক পদক্ষেপ। এটি যাত্রীদের ভ্রমণের সময় কমাতে সাহায্য করবে।