Today Trending Newsদেশনিউজরাজ্য

OTP ছাড়াই কি অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব? আজকেই করুন এই গুরুত্বপূর্ণ কাজ, নইলে সর্বস্ব হারাবেন

আধার কার্ডের বায়োমেট্রিক লক করার পদ্ধতি খুবই সহজ। বাড়িতে বসে কয়েকটি সহজ ধাপ অনুসরণ করলেই আধার কার্ডের বায়োমেট্রিক লক করতে পারবেন আপনিও।

Advertisement

বর্তমানে যুগের অগ্রগতির সাথে নিত্য নতুন প্রযুক্তির সাথে পরিচিত হচ্ছে মানুষ। চিরাচরিতভাবে ব্যাংকের লাইনে দাঁড়িয়ে না থেকে ডিজিটাল প্রেমেন্ট পরিষেবা গ্রহণ করছে তারা। বিশেষ করে ভারতের প্রেক্ষাপটে UPI পেমেন্ট ব্যবস্থা ভারতীয়দের জীবন আরও সহজ করে দিয়েছে। আজ আর টাকা তোলার জন্য ব্যাংক কিংবা ATM-এর সামনে লাইন দিয়ে দাঁড়ানোর প্রয়োজন নেই। কয়েক সেকেন্ডের মধ্যে Paytm, Google pay কিংবা Phone pay-র মত এপ্লিকেশন থেকে সহজেই টাকা ট্রান্সফার কিংবা পেমেন্ট করা সম্ভব।

তবে ডিজিটাল পরিষেবা গ্রহণ করতে গিয়ে মানুষ হারিয়ে ফেলছে তার প্রাইভেসি। বর্তমানে বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে, পিন নম্বার ছাড়াই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হচ্ছে টাকা কিংবা UPI পেমেন্টে ঘটছে একাধিক জালিয়াতি। আসলে স্ক্যামাররা আপনার অনুমতি ছাড়াই আপনার ডিজিটাল পেমেন্ট ব্যাংক থেকে টাকা চুরি করছে প্রতিনিয়ত। এমনকি, OTP জালিয়াতি করেও প্রতিদিন হাজার হাজার মানুষকে বোকা বানাচ্ছে স্ক্যামাররা।

যদি আপনার সাথে এমন কোন ঘটনা ঘটে না থাকে, তবে আজকেই সাবধান হোন। OTP জালিয়াতি থেকে রক্ষা পেতে কয়েকটি সহজ ধাপ অনুসরণ করে নিজের আধার কার্ডের প্রাইভেসি রক্ষা করুন। আপনি যদি চান যে ওটিপি ছাড়া আপনার অ্যাকাউন্ট থেকে টাকা অদৃশ্য হয়ে না যায়, তাহলে আপনাকে আপনার আধার বায়োমেট্রিক লক করতে হবে। এর ফলে OTP ভেরিফিকেশন ছাড়া আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটতে পারবে না কেউ।

কিভাবে বায়োমেট্রিক লক করবেন?
আধার কার্ডের বায়োমেট্রিক লক করার পদ্ধতি খুবই সহজ। বাড়িতে বসে কয়েকটি সহজ ধাপ অনুসরণ করলেই আধার কার্ডের বায়োমেট্রিক লক করতে পারবেন আপনিও। এর জন্য প্রথমে আপনাকে myaadhaar.com-এ প্রবেশ করে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট বেছে নিতে হবে। দ্বিতীয় ধাপে Aadhaar Services অপশনটি বেছে নিয়ে Lock or Unlock Aadhaar অপশনে প্রবেশ করতে হবে। এরপর আপনাকে 12 সংখ্যার আধার নম্বর লিখে ওটিপির সাহায্যে আধার কার্ডের বায়োমেট্রিক লক করতে হবে। উল্লেখ্য, একই পদ্ধতি অনুসরণ করে আপনি চাইলে বায়োমেট্রিক আনলক করতে পারবেন।

Related Articles

Back to top button