প্রধানমন্ত্রীর নির্দেশমতো ফের বাড়ল লকডাউনের মেয়াদ। আগামী ৩১ মে পর্যন্ত জারি থাকবে লকডাউন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের একটি সূত্রের মারফত্ জানা গিয়েছে, কাল থেকে শুরু হবে চতুর্থ দফার লকডাউন। তবে এই দফায় বেশকিছু ছাড় দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। আরও ১৪ দিনের জন্য লকডাউনের সময়সীমা বাড়ল।
National Disaster Management Authority (NDMA) asks Ministries/ Departments of Government of India, State Governments and State Authorities to continue the lockdown measures up to 31st May 2020. pic.twitter.com/tn0i85kVSK
— ANI (@ANI) May 17, 2020
রবিবার রাত ৯ টায় ক্যাবিনেট সচিব রাজীব গৌবা বিশেষ বৈঠক করবেন সব রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। ইতিমধ্যেই মহারাষ্ট্র, তামিলনাড়ু, পাঞ্জাব লকডাউনের মেয়াদ বাড়িয়ে দিয়েছে। এছাড়া হরিয়ানা, বিহার, ওড়িশা এই রাজ্যগুলিও লকডাউন বাড়ানোর জন্য আর্জি জানিয়েছে। খুব সম্ভবত রবিবার কেন্দ্রের নতুন গাইডলাইন ঘোষণা করা হবে বলে জানা গেছে।
এদিকে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ছাড়িয়ে গেছে। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ৯২৭। গত ২৪ ঘন্টায় ৫ হাজারের বেশি করোনা সংক্রমিত হয়েছেন। দেশে করোনাতে মৃত্যু সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৮৭২ জন । তবে এ পর্যন্ত মোট ৩৪ হাজারেরও বেশি মানুষ সুস্থ হয়েছেন।