করোনা সংক্রমণ রুখতে রাজ্যের সব কন্টেনমেন্ট জোনগুলিতে ফের লকডাউন ঘোষণা করল রাজ্য সরকার। শুধু কন্টেনমেন্ট জোন নয়, বাফার জোনগুলিতেও লকডাউন করার নির্দেশিকা জারি করেছে সরকার। আগামী ৯ জুলাই অর্থাৎ বৃহস্পতিবার বিকেল ৫ টা থেকে কন্টেনমেন্ট জোনগুলিতে লকডাউন ঘোষণা করা হয়েছে। পুলিশ সূত্রের খবর অনুযায়ী, কলকাতাতে কন্টেনমেন্ট জোনের সংখ্যা বেড়ে ১৭ থেকে ২৮ হয়েছে। এছাড়া বেশ কিছু এলাকা সিল করে দেওয়া হচ্ছে।
কলকাতার নতুন কন্টেনমেন্ট জোনের তালিকা, দেখে নিন-
১) ১১ নম্বর এলগিন রোড
২) ২ নম্বর জাস্টিস মাধবচন্দ্র রোড
৩) শরৎ বসু রোড,
৪) চক্রবেড়িয়া রোড
৫)জওহরলাল দত্ত লেন,
৬)উল্টোডাঙা মেন রোড
৭) অধরচন্দ্র দাস লেন,
৮) উদিত চৌধুরী রোড
৯) সুরেন সরকার রোড,
১০)বেলেঘাটা চালপট্টি রোড,
১১)খোদাগঞ্জ মেন রোড
১২) রামকৃষ্ণ নস্কর লেন,
১৩) রাজা সন্তোষ রায় রোড
১৪) আলিপুর রোড,
১৫) জাজেস কোর্ট রোড
১৬) বাগমারি রোড,
১৭) মানিকতলা মেন রোড
১৮) বিধাননগর রোড,
১৯) হাডকো হাউজিং
২০) ২, ৪ নম্বর বিজয়গড়,
২১) নারকেল বাগান
২২) বাপুজি নগর,
২৩) এন ব্লক নিউ আলিপুর
২৪) পূর্বালোক-মুকুন্দপুর,
২৫) সার্ভে পার্ক,
২৬) সুইনহো লেন
২৭) জিএস বোস রোড,
২৮) ডি-এ ব্লক নিউ আলিপুর