নিউজরাজ্য

রাজ্যে চলবে ৩০ এ নভেম্বর পর্যন্ত লকডাউন, সামনে এলো নতুন নিয়মাবলী

Advertisement

ইতিমধ্যে আনলক ৫ পর্বের অনেকটাই পেরিয়ে ফেলেছে বাংলা তথা ভারতের জনগণ। সেই আনলক ৫ পর্বেই নয়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। ৩০ এ নভেম্বর পর্যন্ত মানতে হবে এই বিধিনিষেধ। সোমবার এমন টা ঘোষণার মাধ্যমে বেশ কিছু নিয়মাবলী আরোপ করে রাজ্য। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এইবার বেশ কিছু কড়া পদক্ষেপ নেয় পশ্চিমবঙ্গ সরকার। তবে বেশ কিছু বিষয়ে ছাড় ও রয়েছে এই নতুন নির্দেশিকায়। আর দেড়ি না করে চলুন জেনে নেওয়া যাক সমস্ত নিয়মগুলি:

  • বন্ধ থাকবে স্কুলের শরীর শিক্ষার সমস্ত ক্লাস। এই নিয়ম সমান ভাবে মানতে হবে কলেজ ও বিশ্ববিদ্যালয়কে ও।
  • বন্ধ রাখতে হবে সুইমিং পুল।
  • কনটেইনমেন্ট জোনের বাইরে ৫০% আসন ভর্তি করেই চালাতে হবে সিনেমাহল, থিয়েটার এবং মাল্টিপ্লেক্সগুলিকে।
  • সমস্ত সামাজিক, রাজনৈতিক, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক কার্যকলাপগুলি চালাতে হবে কোভিড প্রোটোকল মেনেই।
  • খোলা জায়গায় মানতে হবে সামাজিক দূরত্ব। মাস্ক পরা বাধ্যতামূলক। থার্মাল স্ক্যানিং এবং স্যানিটাইজের নিয়ম মেনেই সম্পূর্ণ করতে হবে সমস্ত কার্যকলাপ।

তবে কেবল নির্দেশিকা নয়, সাথে রয়েছে একটি সুখবরও। রাজ্যে করোনা জয়ীর হার অনেকটাই বেড়ে গিয়েছে আক্রান্তের সংখ্যার থেকে। যা রাজ্যের স্বাস্থ্য কর্তাদের চিন্তা অনেকটা কমিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Related Articles

Back to top button