আজ থেকে শুরু হচ্ছে চতুর্থ দফার লকডাউন। আগামী ৩১ মে পর্যন্ত জারি থাকবে এই লকডাউনের মেয়াদ। লকডাউনের এই দফাতে নতুন গাইডলাইন তৈরী করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেই গাইডলাইনে কোন কোন ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে, আর কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, সেই নিয়ে বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে।
এই দফার লকডাউনে ও চালু হবে না মেট্রো রেল ও বিমান পরিষেবা। এছাড়া এই ১৪ দিন বন্ধ থাকবে স্কুল, কলেজ, রেস্তোরাঁ, বার, সিনেমার হল, শপিং মল। এর সাথেই এই চতুর্থ দফার লকডাউনে জারি করা হয়েছে ‘নাইট কারফিউ’, এর অর্থ হল সন্ধ্যা ৭ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত বাড়ির বাইরে বেরোনো যাবে না। প্রয়োজন পড়লে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করতে পারবে। শুধুমাত্র জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় মিলবে।
কেন্দ্রের নির্দেশিকায় স্পষ্ট করে বলে হয়েছে, ৬৫ বছরের বেশি বয়স্ক ব্যক্তি, ১০ বছরের নিচে শিশুরা ও গর্ভবতি মহিলাদের বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হয়েছে। তবে আন্তঃরাজ্য বাস চালানোর ক্ষেত্রে রাজ্যের উপর সবটা ছেড়ে দিয়েছে কেন্দ্র। এদিকে লকডাউনের নির্দেশিকা নিয়ে খেদ প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। রাজ্যের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে সোমবার দুপুরে রাজ্যে একটি নির্দিষ্ট পরিকল্পনা তৈরী কর হবে এদিকে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ছাড়িয়ে গেছে। ক্রমেই উদ্বেগ বাড়ছে।