কেন্দ্রীয় সরকারের ঘোষণা করা লকডাউন থাকবে ১৭ই মে পর্যন্ত। তারপর আরও লকডাউন বাড়বে কিনা সেবিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফে এখনো কিছু ঘোষণা করা হয়নি। তবে কেন্দ্রীয় সরকারের লকডাউন বাড়ানোর ঘোষণার আগেই মহারাষ্ট্রের একাধিক শহরে লকডাউন বাড়ছে বলে ঘোষণা করে দিল মহারাষ্ট্র সরকার। মহারাষ্ট্রের মুম্বই, পুনে, থানে, মালেগাঁও, ঔরঙ্গাবাদ, শোলাপুর ইত্যাদি বড় শহর গুলোতে লকডাউন বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। একথা জানিয়েছেন মহারাষ্ট্রের শিল্পমন্ত্রী সুভাষ দেশাই। বৃহস্পতিবার রাজ্যের সব মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে। তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সুভাষ দেশাই বলেছেন, “রাজ্যে সংক্রমণের কথা বিচার করে আমরা সিদ্ধান্ত নিয়েছি লকডাউন বাড়ানোর। মুম্বই, পুনে, থানে, মালেগাঁও, ঔরঙ্গাবাদ, শোলাপুর ইত্যাদি বড় শহর গুলিতে লকডাউন বাড়ানো হবে। মানুষের স্বাস্থ্যই এখন সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।” সুভাষ দেশাই আরও জানিয়েছেন, কেন্দ্রের কাছে মুম্বাইয়ের জন্য বিশেষ আর্থিক প্যাকেজের দাবি করেছে মহারাষ্ট্র সরকার। লকডাউন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যে কিভাবে বিনিয়োগ বাড়ানো যায় সে পরিকল্পনা তৈরি করা হচ্ছে বলে জানান শিল্পমন্ত্রী। তিনি বলেছেন, “আমাদের রাজ্যে ৪০,০০০ হেক্টর ফাঁকা জমি আছে। কিভাবে ওই জমি ব্যবহার করে সেখানে বিনিয়োগ আনা যায় সরকার সেই চিন্তাভাবনা করছে।”
লকডাউনের জন্যে মহারাষ্ট্রে থাকা পরিযায়ী শ্রমিকরা অনেকেই নিজেদের রাজ্যে ফিরে গিয়েছেন। এই সমস্যা থেকে মুক্তি পেতে রাজ্যে একটি এমপ্লয়মেন্ট ব্যুরো খোলার কথা ভাবছে মহারাষ্ট্র সরকার। সুভাষ দেশাই এই বিষয়ে বলেন, “আমরা একটি এমপ্লয়মেন্ট ব্যুরো খোলার সিদ্ধান্ত নিয়েছি। এর মাধ্যমে শিল্প ও বাণিজ্যে কর্মী নিয়োগ করা হবে। এর মাধ্যমে আমরা বিভিন্ন সংস্থার সাথে কথা বলবো তাদের কেমন কর্মী দরকার, সেইমতো বিভিন্ন সংস্থায় কর্মী পাঠানো হবে।” দেশের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের সংখ্যা এখন মহারাষ্ট্রেই। সরকারি হিসেব অনুযায়ী মে মাসের মধ্যেই এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়াবে।