ফের বাড়তে পারে লক ডাউনের মেয়াদ। আরও দুই সপ্তাহ বাড়বে লক ডাউন, এমনটাই জানা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের সূত্রে। দেশ জুড়ে চলছে চতুর্থ দফার লক ডাউন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চতুর্থ দফার লক ডাউনের ঘোষণার আগে জানিয়েছিলেন এই লক ডাউন হবে একেবারে অন্যরকম। সেইভাবেই দেশে চতুর্থ দফার লক ডাউনের মাঝেই চালু হয়েছে রেল পরিষেবা। আগামী ২৮শে মে থেকে চালু হবে অন্তর্দেশীয় বিমান পরিষেবা।
তবে ফের একদফার লক ডাউনে নজরে রাখা হবে দেশের ১১টি শহর। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দাবি দেশের মোট করোনা আক্রান্তের মধ্যে ৭২ শতাংশ করোনা সংক্রমিত রোগী ওই শহরগুলি থেকেই পাওয়া গিয়েছে। দেশের ওই ১১ টি শহরের মধ্যে রয়েছে কলকাতা, মুম্বাই, দিল্লি, জয়পুর, থানে, সুরাট, আহমেদাবাদ, পুনে, ইন্দোর, চেন্নাই ও বেঙ্গালুরু। এই ১১ টি শহরকে পঞ্চম দফার লক ডাউনে নজরে রাখা হবে। তাছাড়া বাকি অঞ্চলগুলিতে লক ডাউনে শিথিলতা আনবে সরকার। থাকবে না ততটা কড়াকড়ি। এই পঞ্চম দফার লক ডাউনকে বলা হচ্ছে ‘লকডাউন এক্সটেনশন ইন স্পিরিট’।
এদিকে ভিনরাজ্য থেকে নিজ রাজ্যে পরিযায়ী শ্রমিকেরা বাড়ি ফেরার পরই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্যগুলি দাবি করেছে, মহারাষ্ট্র থেকে আগত শ্রমিকদের মধ্যে ৬০ ভাগ শ্রমিকই করেনা সংক্রমিত। এদিকে দেশে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দেড় লক্ষ এরও বেশি। মৃত্যু হয়েছে ৪ হাজারের কিছু বেশি মানুষের। করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ফিরেছেন ৬৪,৪২৫ জন।